Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeআন্তর্জাতিক নিউজSushila Karki: নেপাল সামলাবেন সুশীলা কারকি; আজ শপথ!

Sushila Karki: নেপাল সামলাবেন সুশীলা কারকি; আজ শপথ!

নেপালের প্রথম ও একমাত্র মহিলা প্রধান বিচারপতি সুশীলা কারকি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

জেন জি-র ব্যাপক গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়ায় ধোঁয়াশা অবশেষে কাটতে চলেছে। দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি শুক্রবার দুপুর নাগাদ অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। লুকিয়ে বেড়ানো প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সরকারের পতনের পর থেকে বেশ কয়েকটি মুখ অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে উঠে এসেছিল। শেষপর্যন্ত পাওয়া খবরে সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হচ্ছে। এক সাংবিধানিক বিশেষজ্ঞর কথা উদ্ধৃত করে রয়টার্স জানাচ্ছে, তিনি প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ও সেনাপ্রধান অশোক রাজ সিগডেলের সঙ্গে আলোচনা করার পর কার্কিকেই প্রধান করার ফয়সালা হয়।

আরও পড়ুনঃ ‘শক্তি’ ফুরিয়েগিয়েছিল! শিলিগুড়ি হয়ে নেপালে গেল ট্যাঙ্কার

প্রসঙ্গত, ২০১৭ সালে নেপাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার মাত্র কয়েক মাস আগে প্রাক্তন মাওবাদী প্রধানমন্ত্রী পষ্পকমল দাহাল ‘প্রচণ্ড’ তাঁকে অপসারিত করেন। সেই কার্কিকেই বর্তমান সংসদের অধিকাংশ এমপি এবং জেন জি-র বিরাট অংশ অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করেছেন।

সোশ্যাল মিডিয়া ব্যান ও সরকারের অন্দরে বিপুল দুর্নীতির জেরেই নেপালে জেন-জ়ি-রা আন্দোলনে নামে। প্রবল চাপে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন কেপি শর্মা ওলি। পদ ছাড়েন বাকি মন্ত্রীরাও। এই পরিস্থিতিতে জেন-জ়ি আন্দোলনকারীরা সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার গঠন করার। তবে সেই সরকারের প্রধান কে হবেন, তা নিয়েই জল্পনা তৈরি হয়েছিল। প্রথমে শোনা গিয়েছিল কাঠমাণ্ডুর মেয়র তথা র‌্যাপার বালেন্দ্র শাহের নাম। তবে তিনি সাফ জানিয়ে দেন যে তিনি এই দায়িত্ব নেবেন না। এরপরই উঠে আসে সুশীলা কারকির নাম।

আরও পড়ুনঃ “সম্ভব”! অপারেশন সিঁদুরে ইন্ডিয়ান আর্মি যে ফোনে ভরসা করেছিল তার নাম কি আপনার জানা আছে?

নেপালের প্রথম ও একমাত্র মহিলা প্রধান বিচারপতি সুশীলা কারকি। তাঁর সঙ্গে ভারতের যোগও রয়েছে। তিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। ভারতের সঙ্গে নানা স্মৃতি জড়িয়ে তাঁর। ভারত সম্পর্কে ইতিবাচক মন্তব্যই করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও প্রশংসা করছিলেন। তবে সুশীলাকে সমর্থন নিয়ে জেন-জ়ি আন্দোলনকারীদের মধ্যেই মারপিট লেগে যায়।

গতকাল মাঝে উঠে আসে কুলমান ঘিসিংয়ের নামও। নেপালের ইলেকট্রিসিটি অথরিটি-র প্রাক্তন এক্সিকিউটিভ তিনি। নেপালের দীর্ঘদিনের বিদ্যুতের সমস্যা মেটানোয় কুলমানের ভূমিকা অনস্বীকার্য। তবে শেষ পর্যন্ত আবার উঠে এল সুশীলা কারকির নামই। সিলমোহরও পড়ল তাঁর নামে।

শোনা গিয়েছে, গতকাল মধ্যরাত পর্যন্ত রাষ্ট্রপতির বাড়িতে বৈঠক চলে। উপস্থিত ছিলেন সেনা প্রধান ও সুশীলা কারকি। সেখানেই অন্তর্বর্তী সরকারের প্রধান পদে দায়িত্ব গ্রহণে রাজি হন সুশীলা। সূত্রের খবর, আজ দুপুরেই শপথ গ্রহণ করতে পারেন সুশীলা কারকি।

এই মুহূর্তে

আরও পড়ুন