বদলাচ্ছে সম্পর্কের মানে, বদলাচ্ছে ভালবাসার প্রকাশ। রিলেশনশিপ থেকে সিচুয়েশনশিপ, বদলে বদল যাচ্ছে নবপ্রজন্মের প্রেমের সংজ্ঞা।
আরও পড়ুনঃ বড়মার দরবারে তৃণমূল সেকেন্ড ইন কমান্ড; নিজে হাতে করলেন আরতি
আর এরই মধ্যে নতুন প্রজন্মের আবেগ, সম্পর্ক, বিচ্ছেদ, মনের টালমাটাল পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয় চালু করছে এক অভিনব কোর্স। ‘Negotiating Intimate Relationships’, স্নাতক স্তরে মনোবিজ্ঞান বিভাগের এই সাধারণ ইলেকটিভ কোর্সটি ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে শুরু হয়ে গেল।
কেমন করে বন্ধুত্ব প্রেমের রূপ নেয়, কীভাবে দীর্ঘমেয়াদি সম্পর্ক টিকে থাকে, আর কোথায় শুরু হয় ‘রেড ফ্ল্যাগ’, সবটাই বোঝানো হবে এই কোর্সে। শুধু প্রেম-ভালবাসাকেই বোঝা নয়, বরং সম্পর্কের ভিতরে থাকা আবেগ ও দায়িত্বকে নতুন দৃষ্টিতে নবপ্রজন্মকে দেখতে শেখাবে এই কোর্স। পাঠ্যক্রমেও রয়েছে অভিনবত্ব।
আরও পড়ুনঃ ৯ নম্বর ওয়ার্ড, রেলঘুমটি এলাকা, বাচ্চাদের পেটালেন পুলিশসুপার! কোচবিহারে শাস্তি বাজি ফাটানোয়
শুধু বই নয়, জীবনের গল্প থেকেও শিখবে পড়ুয়ারা। প্রতি সপ্তাহে তিনটি লেকচার ও একটি টিউটোরিয়াল সেশনে হবে সিনেমার বিশ্লেষণ। চলবে গ্রুপ আলোচনা। একইসঙ্গে সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসা নানা উদাহরণের মাধ্যমে বোঝানো হবে সম্পর্কের মনস্তত্ত্ব।
ডিজিটাল যুগে সম্পর্কের রূপ বদলে গেছে—ডেটিং অ্যাপ, সোশ্যাল মিডিয়া ও ভার্চুয়াল ঘনিষ্ঠতায় নতুন প্রজন্মের জীবন আগের চেয়ে আরও অনেক জটিল। সম্পর্কের অস্থিরতা, মানসিক চাপ, এমনকি হিংসার ঘটনাও দিনে দিনে বেড়েছে। এউ পরিবর্তিত পরিস্থিতিতে সম্পর্কের মধ্যে ‘টক্সিক’ আচরণ চিনে ফেলার উপায়, ঈর্ষা, অবিশ্বাস, ব্রেকআপের পর মানসিক ভারসাম্য ফিরিয়ে আনার কৌশলও শেখাবে এই কোর্স। পড়ুয়ারা শিখবে কীভাবে সম্পর্কের মধ্যে থেকেও নিজের সীমারেখা তৈরি করতে হয়। শিখবে কীভাবে সীমারেকা তৈরি করতে হয় সম্পর্কের বাইরে গিয়েও। শিখবে কীভাবে দিনের শেষে সব রসায়ন মেনে একটি সহানুভূতিশীল ও সম্মানজনক সম্পর্ক গড়ে ওঠে, আর কখন ‘না’ বলা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, এই কোর্স জেন-জ়ি কে শেখাবে কীভাবে সম্পর্কের ভেতর সচেতন, দায়িত্বশীল ও মানসিকভাবে পরিণত থাকা যায়। এক কথায়, এটি শুধু প্রেমের পাঠ নয়—এটি জীবনের পাঠ, যা শেখাবে ভালোবাসার পাশাপাশি নিজেকে ভাল রাখার কৌশলও।


                                    


