Thursday, 6 November, 2025
6 November
Homeআন্তর্জাতিক নিউজDeforestation: ধ্বংসের নিরিখে নাইজেরিয়া সবার উপরে! একদিকে পৃথিবীকে বাঁচানোর লড়াই আর অন্য...

Deforestation: ধ্বংসের নিরিখে নাইজেরিয়া সবার উপরে! একদিকে পৃথিবীকে বাঁচানোর লড়াই আর অন্য দিকে বনভূমি ধ্বংস

সমগ্র পৃথিবীতে বনভূমি ধ্বংসের নিরিখে নাইজেরিয়া সবার উপরে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শিবনাথ প্রধান, সাঁতরাগাছি, হাওড়া:

একদিকে পৃথিবীকে বাঁচানোর লড়াই আর অন্য দিকে বনভূমি ধ্বংস । সমগ্র পৃথিবীতে বনভূমি ধ্বংসের নিরিখে নাইজেরিয়া সবার উপরে। শেষ পাঁচ বছরেই শুধু দেশের অর্ধেক বনভূমি ধ্বংস করা হয়েছে । মহাদেশ হিসেবে সবচেয়ে বেশি বনভূমি ধ্বংস হয়েছে আফ্রিকা মহাদেশে ।

আরও পড়ুনঃ রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী; আঞ্জিকুনি রহস্য, কানাডা

এর কারণটা বেশ অবাক করার মত। পৃথিবীর উন্নত দেশগুলো নিজেদের খাদ্য সম্ভার বৃদ্ধির জন্য বেছে নিয়েছে আফ্রিকার পিছিয়ে থাকা দেশ গুলোকে । বলা চলে নির্বিচারে ধ্বংস করে সেখানে কৃষিক্ষেত সৃষ্টি করা হয়েছে ।

এখনও পর্যন্ত ৩ হাজার কোটি বৃক্ষ নিধন সমগ্র পৃথিবী জুড়ে হয়েছে যার ৪৫% আফ্রিকায়। দক্ষিণ আমেরিকায় প্রায় ২৫% । পিছিয়ে নেই এশিয়া মহাদেশ ও, প্রায় ২০% বৃক্ষ নিধন হয়েছে যার মধ্যে সর্বাধিক ভারত ও মায়ানমার ।

আরও পড়ুনঃ মহাকাশে নয়, বরং মহাকাশযানের ‘শ্মশান’ পৃথিবীর বুকেই! ‘পয়েন্ট নিমো’

২০২০ সালের হিসাবে শুধু ভারতেই ১ লক্ষ ৩২ হাজার হেক্টর বনভূমি উচ্ছেদ হয়েছে । বছরে গড়ে ১৩.৭ মিলিয়ন হেক্টর বনভূমি উচ্ছেদ হচ্ছে যা গ্রীসের আয়তনের সমান । অর্থাৎ গ্রীসের আয়তনের সমপরিমাণ বনভূমি ধ্বংস হচ্ছে প্রতিবছর ভারতে । সেখানে ইউরোপ এবং রাশিয়া জুড়ে ২৩% বনভূমি বৃদ্ধি পেয়েছে ।

আগামীর পৃথিবী এই ধ্বংসলীলায় বিপন্ন সমগ্র জীবজগৎ।

এই মুহূর্তে

আরও পড়ুন