Tuesday, 29 July, 2025
29 July, 25
HomeকলকাতাKolkata Metro: সপ্তাহের শুরুতেই মেট্রো বিভ্রাট; ভোগান্তিতে অফিসফেরত যাত্রীরা

Kolkata Metro: সপ্তাহের শুরুতেই মেট্রো বিভ্রাট; ভোগান্তিতে অফিসফেরত যাত্রীরা

সন্ধে নাগাদ যখন অফিসযাত্রীরা যখন ফিরবেন সেই সময় সাময়িক বন্ধ হয়ে গেল মেট্রো চলাচল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আজ সোমবার, সপ্তাহের প্রথম দিনই যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হল কলকাতা মেট্রো। ফের মেট্রো বিভ্রাট ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ)। দুপুর থেকে ওই লাইনে কোনও মেট্রোই কবি সুভাষ স্টেশন পর্যন্ত যাচ্ছে না। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছে। আবার সেখান থেকেই রেক ঘুরিয়ে ফেরানো হচ্ছে দক্ষিণেশ্বরে।

আরও পড়ুনঃ টোটোর দৌরাত্ম্য! যাত্রী পাচ্ছেন না অটোচালকরা; আন্দোলনে শিলিগুড়ির অটোচালকরা

মেট্রো সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল থেকে কোনও সমস্যা ছিল না ব্লু লাইনে। তবে দুপুরের পর থেকে সমস্যা দেখা দেয়। স্টেশনে স্টেশনে ঘোষণা করা শুরু হয়, কোনও ট্রেন যাবে না কবি সুভাষ পর্যন্ত। সেই কারণে ওই সময়ে দু’-একটি মেট্রো বাতিল করার সিদ্ধান্তও নেন কর্তৃপক্ষ। পরে ব্লু লাইনে মেট্রোর যাত্রাপথ সংক্ষিপ্ত করেন তাঁরা। মেট্রোর তরফে জানানো হয়, দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরামের (কবি সুভাষের আগের স্টেশন) মধ্যে মেট্রো চলাচল করবে।

মেট্রোরেল কর্তৃপক্ষের বক্তব্য, ‘‘ইঞ্জিনিয়ারিং সমস্যার জন্য কবি সুভাষে কোনও গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না। দুপুর পৌনে ১টা থেকে সমস্যা দেখা দিয়েছে। যখনই সম্পূর্ণ পথে মেট্রো চালানো সম্ভব হবে, জানিয়ে দেওয়া হবে।’’ তবে কত ক্ষণে সম্পূর্ণ পথে মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে, তা এখনও স্পষ্ট নয়। সমস্যা সমাধানের চেষ্টা করছেন মেট্রো কর্তৃপক্ষ। ব্লু লাইনে সমস্যা হলেও অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবায় কোনও সমস্যা নেই। অর্থাৎ, হেমন্ত মুখোপাধ্যায় (রুবি এলাকা) থেকে কবি সুভাষ পর্যন্ত সময়সূচি মেনেই মেট্রো চলছে।

আরও পড়ুনঃ শান্তিনিকেতনের পথেই শুরু ভাষা আন্দোলনের পদযাত্রা, নেতৃত্বে মমতা

কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল না-করায় সমস্যায় পড়েছেন অফিসফেরত যাত্রীরা। অনেকেই বিভিন্ন জায়গা থেকে মেট্রোয় চেপে কবি সুভাষ যান। সেখান থেকে গন্তব্যে পাড়ি দেন। বিশেষত, শহরতলি ও মফস্‌সলের যাত্রীদের একটা অংশ এ ভাবে কলকাতায় কাজে আসেন, আবার ফেরেন। কিন্তু ফেরার পথে দুর্ভোগ হওয়ায় অনেককেই বিকল্প পথে বাড়ি ফিরতে হচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন