Friday, 1 August, 2025
1 August, 25
Homeরাজ্যIndian Railwayas: ঠেলা সামলাতে জানুয়ারি থেকে বাড়তি বগি দিতে পারে রেল

Indian Railwayas: ঠেলা সামলাতে জানুয়ারি থেকে বাড়তি বগি দিতে পারে রেল

ঠেলা সামলাতে জানুয়ারি থেকে  বাড়তি বগি দিতে পারে রেল

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি:

চাপ বাড়ছে দার্জিলিং মেলের, ঠেলা সামলাতে জানুয়ারি থেকে  বাড়তি বগি দিতে পারে রেল। আজ রেলের সূত্রে এই খবরই জানানো হয়েছে। দেখা গেছে এনজিপি থেকে শিয়ালদা অথবা শিয়ালদা থেকে এনজিপি, যত ট্রেন ছাড়ে তার অধিকাংশই মানে ৮০ ভাগ জার্সি পছন্দ করেন দার্জিলিং মেল। বাদবাকি পদাতিক এবং কাঞ্চনকন্যা। যতই দুরন্ত এক্সপ্রেস এবং বন্দে ভারত হোক, দার্জিলিং মেলকে কেউ ভুলতে পারেন না। অনেকেই জানিয়েছেন আমাদের জন্য দার্জিলিং মেলই ঠিক আছে।

আরও পড়ুন: Dhupguri Marriage: মিয়া বিবি রাজি তো কেয়া কারেগা কাজী? বিয়ে হচ্ছে না ধুপগুড়ির যুবক যুবতীদের

বছরের পর বছর ধরে এই ট্রেনটি পরিষেবা দিয়ে আসছে উত্তরবঙ্গের মানুষকে। কি চাকরিজীবী, কি ব্যবসায়ী এবং কি স্কুল পড়ুয়া সকলের পছন্দ দার্জিলিং মেল। সবাই এক বাক্যে জানিয়েছেন যতই আরাম থাকুক, আধুনিক হোক, দার্জিলিং মেল ছাড়া অন্তত কলকাতায় অন্য ট্রেনে যেতে ইচ্ছা করে না। রাত্রিবেলা শুয়ে শুয়ে স্টেশন দেখা, গায়ে কম্বল দিয়ে চা খাওয়া কিংবা সহযাত্রীর সাথে গল্প করা  এসব দার্জিলিং মেলেই সম্ভব। রেল একটি পরীক্ষা করে দেখেছে,

আরও পড়ুন: Forest Depertment: আপাতত কোন হোটেল এবং রেস্টুরেন্ট খুলে রাখা যাবে না

অধিকাংশ যাত্রী দার্জিলিং মেলকে পছন্দ করে। টিকিট কনফার্ম না হলেও  অপেক্ষা করে। তাও দার্জিলিং মেলে যাবেন, আর এইসব দেখেই নতুন চিন্তা ভাবনা করতে শুরু করেছে রেল, জানুয়ারি থেকে দার্জিলিং মেলে বগি খুব সম্ভবত বাড়াতে চলেছে তারা। রেলের এক অফিসার জানিয়েছেন  কি করা যাবে, হয়তো সবার পছন্দ, তাই যাত্রীদের পছন্দ কেও তো মান্যতা দিতে হবে। দার্জিলিং মেল যুগ যুগ জিও।

এই মুহূর্তে

আরও পড়ুন