Wednesday, 5 November, 2025
5 November
HomeকলকাতাKolkata Metro: বন্ধ থাকবে মেট্রো! কোন লাইনে, কবে, কখন?

Kolkata Metro: বন্ধ থাকবে মেট্রো! কোন লাইনে, কবে, কখন?

একাধিক স্টেশনে পরিষেবায় প্রভাব পড়তে চলেছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের কাছে একটি টার্ন আউট বসানো হবে, সেই কারণেই পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে। ৩০ অগস্ট অর্থাৎ শনিবার রাত ১১ টা থেকে ৩১ অগস্ট অর্থাৎ রবিবার দুপুর ৩ টে পর্যন্ত টলিগঞ্জ অর্থাৎ মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত কোনও মেট্রো চলবে না।

আরও পড়ুনঃ শুরু মাইকিং, ‘হাই অ্যালার্ট’ মালদহে! ট্রানজিট রুট বাংলা! উত্তরের পথেই ঢুকে পড়েছে জঙ্গি?

এছাড়া বিশেষ মেট্রো চালানোর কথাও জানানো হয়েছে। ওইদিন মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট পরীক্ষা রয়েছে। আর সেই পরীক্ষার প্রার্থীদের জন্য রবিবার সকাল ৭টা থেকে পরিষেবা চালু করে দেওয়া হবে সকাল ৭টা থেকে। টলিগঞ্জ ও দক্ষিণেশ্বর থেকে সকাল ৭টায় ছাড়বে ট্রেন। এছাড়া গ্রিন লাইনে সকাল ৯টার পরিবর্তে সকাল ৮টা থেকে ট্রেন ছাড়বে।

আরও পড়ুনঃ হাইকোর্ট ক্লাবে নজিরবিহীন ঘটনা! আইনজীবীদের মধ্যে হাতাহাতি

গত কয়েকদিন ধরেই মেট্রোয় বারবার বিভ্রাট দেখা যাচ্ছে। বৃহস্পতিবার সকালে পরিস্থিতি এমন হয়েছিল যে ৪০ মিনিট পেরিয়ে যাওয়ার পরও ঢুকছিল না কোনও মেট্রো। ফলে চরম বিপাকে পড়েন যাত্রীরা। দীর্ঘক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের। আর সন্ধ্যায় তো পরিস্থিতি আরও খারাপ হয়। মাঝপথে একাধিক স্টেশনে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। সোমবারও শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর করিডর অর্থাৎ ব্লু লাইনে সিগন্যালিংয়ের সমস্যা দেখা দিয়েছিল।

এই মুহূর্তে

আরও পড়ুন