যৌন হেনস্থার অভিযোগ পিছু ছাড়ছে না বঙ্গ সিপিএমের। এবার সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই নেতার বিরুদ্ধে সংগঠনের ছাত্রনেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল। বিস্ফোরক দাবি করে উত্তর ২৪ পরগনা এসএফআইয়ের ওই নেত্রী সংগঠন থেকে পদত্যাগ করলেন। এসএফআইয়ের জেলা নেতৃত্বকে তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ শুরু মাইকিং, ‘হাই অ্যালার্ট’ মালদহে! ট্রানজিট রুট বাংলা! উত্তরের পথেই ঢুকে পড়েছে জঙ্গি?
জানা গিয়েছে, অভিযুক্ত ছাত্র নেতার নাম রীতঙ্কর দাস। এসএফআই রাজ্য কমিটির সদস্য। লেকটাউনের ইস্ট ক্যালকাটা গার্লস কলেজের এসএফআইয়ের হর্তাকর্তা রীতঙ্কর। তন্ময় ভট্টাচার্যের পর তরুণ নেতার বিরুদ্ধে এই যৌন হেনস্থার অভিযোগের ঘটনায় ফের অস্বতিতে উত্তর ২৪ পরগনা সিপিএম। দুর্গাপুরে বাড়ি হলেও পড়াশোনার কারণে দমদম এলাকায় থাকেন ওই এসএফআই নেত্রী। অভিযোগ, ওই ছাত্রনেতা তাঁকে মদ্যপানের প্রস্তাব দিতেন। দমদমে ফাঁকা ফ্ল্যাটে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। শুধু তাই নয়, যৌন সম্পর্কের জন্য চাপ দেওয়া ও ছাত্রীটিকে উত্যক্ত করত রীতঙ্কর। প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিভিন্নভাবে ছাত্রীর উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টাও করেছে লেকটাউনের ওই সিপিএমের তরুণ নেতা।
আরও পড়ুনঃ বন্ধ থাকবে মেট্রো! কোন লাইনে, কবে, কখন?
এসএফআই নেত্রী তাঁর অভিযোগের প্রতিলিপি জেলা সিপিএম সম্পাদক পলাশ দাস, সায়নদীপ মিত্রের কাছেও পাঠিয়েছেন। এদিকে ওই এসএফআই নেতা কীর্তি ফাঁস করে ফেসবুকে পোস্ট করেছেন ওই ছাত্রীর এক বান্ধবী। এরপরই ফেসবুকে ওই ছাত্রীর প্রশ্ন, ‘সিপিএম নেতারা সৃজনবাবু, মীনাক্ষীদেবী, শতরূপবাবুরা জানেন তো এই বিষয়?’ প্রসঙ্গত, রীতঙ্কর কিছুদিন আগে খবরে উঠে আসা কসবা আইন কলেজের প্রাক্তনীও।



