ইউরোপের একাধিক বিমানবন্দর সাইবার হামলার শিকার হল। হামলার জেরে কার্যত স্তব্ধ হয়ে গেল চেক-ইন ও বোর্ডিং সিস্টেম। শুক্রবার রাত ৯টা নাগাদ লন্ডনের হিথরো থেকে শুরু করে জার্মানির ব্র্যান্ডেনবার্গ পর্যন্ত একাধিক বিমানবন্দরে প্রযুক্তি ব্যবস্থা ভেঙে পড়ে। মুহূর্তেই বিপাকে পড়েন হাজার হাজার যাত্রী।
আরও পড়ুনঃ ভয়ংকর যুদ্ধ রাশিয়া-আমেরিকার! ২০২৬ হতে চলেছে এতাবৎ কালের সবচেয়ে বীভৎস বছর
ব্রাসেলস বিমানবন্দরের তরফে খোলাখুলি স্বীকার করা হয়েছে—চেক-ইন ও বোর্ডিং সফটওয়্যার হ্যাকড হয়ে গিয়েছে। যাত্রীদের সুবিধার্থে কর্মীরাই ম্যানুয়ালি পরিষেবা চালানোর চেষ্টা করেন। ব্র্যান্ডেনবার্গ বিমানবন্দরও হামলার কথা স্বীকার করে বিবৃতি দিয়েছে। তাদের দাবি, যাত্রী পরিষেবা সিস্টেম চালানো সংস্থার সফটওয়্যারে সাইবার আক্রমণ হয়েছে, তাই আপাতত বন্ধ রাখা হয়েছে পরিষেবা।
তবে লন্ডনের হিথরো ভিন্ন সুরে কথা বলছে। কর্তৃপক্ষের দাবি, সাইবার হামলা নয়, প্রযুক্তিগত গোলযোগের কারণেই সমস্যা তৈরি হয়েছিল। যদিও তাঁরা এটাও স্বীকার করেছেন যে মূলত চেক-ইন ও বোর্ডিং সিস্টেমেই বড়সড় বিপত্তি ঘটেছিল। ফ্রান্সের প্যারিসের রোইসি, অর্লি ও লে বুর্জে বিমানবন্দরে অবশ্য এই হামলার প্রভাব পড়েনি।
আরও পড়ুনঃ পুজোর মুখে কর্মহীন ৯০০ শ্রমিক! বন্ধ হল ডুয়ার্সের কোহিনুর চাবাগান
উল্লেখযোগ্যভাবে, ইউরোপের অধিকাংশ বিমানবন্দরের স্বয়ংক্রিয় চেক-ইন এবং বোর্ডিং পরিষেবা চালায় মার্কিন সংস্থা Collins Aerospace, যা RTX Corp.-এর সহযোগী প্রতিষ্ঠান।
সংস্থার MUSE সফটওয়্যার ব্যবহার করেই যাত্রীরা কিয়স্ক থেকে বোর্ডিং পাস ও ব্যাগেজ ট্যাগ সংগ্রহ করেন। হামলার পরে Collins Aerospace জানিয়েছে—“কিছু নির্দিষ্ট বিমানবন্দরে সফটওয়্যারে সমস্যা ধরা পড়েছে। এর ফলে যাত্রীদের ই-চেক-ইন ও ব্যাগেজ ড্রপে সমস্যা হয়েছে। তাই জরুরি ভিত্তিতে ম্যানুয়াল চেক-ইনের ব্যবস্থা করা হয়েছে।”