Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
HomeদেশTamilnadu: ‘ঘটক’ সিপিএম, ‘পুরুত’ বিজেপি, যুগলদের জন্য দরজা খোলা পার্টি অফিসের

Tamilnadu: ‘ঘটক’ সিপিএম, ‘পুরুত’ বিজেপি, যুগলদের জন্য দরজা খোলা পার্টি অফিসের

দক্ষিণী রাজনীতিতে সামাজিক বিপ্লব ঘটাল ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

একবারের জন্য হলেও কমরেডদের জুতোয় পা গলাল বিজেপি। দক্ষিণী রাজনীতিতে সামাজিক বিপ্লব ঘটাল ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি। তামিলনাড়ু সিপিএম সোমবার ঘোষণা করেছে যে, তরুণ যুগল যাঁরা প্রেম করে বিয়ে করতে চান, বিশেষত ভিন্ন জাত, ধর্ম ও বর্ণের প্রেমিক-প্রেমিকার বিয়ের জন্য তাদের পার্টি অফিস খোলা থাকবে। এরপরেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই সেই পদাঙ্ক অনুসরণের কথা জানিয়ে দেন।

আরও পড়ুনঃ মাথায় পড়বে হাত! বিক্রি হয়ে যাচ্ছে Google Chrome!

সিপিএমের রাজ্য সম্পাদক পি সম্মুগম সোমবার সন্ধ্যায় এক এক্সবার্তায় লেখেন, এই সমাজে এখনও পরিবারের সম্মানরক্ষায় খুন ও জাতিগত শোষণ চলছে। বিশেষত প্রেম করে ভিনজাতে বিয়ে করা নিয়ে তরুণ দম্পতিদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। নিজের পরিবার ও সমাজের চোখেই তাঁরা নির্বাসিত হয়ে যাচ্ছেন। তাঁদের সামনে কোনও নিরাপদ রাস্তা খোলা থাকছে না। আমরা আমাদের সব পার্টি অফিসের দরজা তাঁদের সমস্যা মেটানোর জন্য খোলা রাখছি। তাঁরা নির্দ্বিধায় চলে আসতে পারেন। এখানে তাঁরা সুরক্ষা পাবেন। আমরাই তাঁদের আইনত বিয়ে নিবন্ধীকরণের ব্যবস্থা করে দেব।

উল্লেখ্য, সোমবারেই তামিলনাড়ুর পুড়ুক্কোট্টাই জেলায় প্রগদীশ্বরণ এবং ঐশ্বর্য নামে এক তরুণ যুগলের বিয়ে হয়। পার্টির এই পদক্ষেপের কারণ হল, এক দলিত সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয় তিরুনেভেল্লি জেলায়। তাঁর অপরাধ ছিল, তিনি একটি উচ্চবর্ণের মেয়ের সঙ্গে প্রেম করতেন। মেয়েটির ভাই বোনের চাকরি করা হাসপাতালে ঢুকে দেখা করতে আসা ছেলেটিকে খুন করে।

সিপিএম পার্টি অফিসে ওই বিয়ের সঙ্গে সঙ্গেই দল এই পদক্ষেপের সমর্থনে নেমে পড়ে। জাতি-বর্ণগত শোষণের বিরুদ্ধে লড়াইয়ে অসবর্ণ বিয়ে দিতে নীতি গ্রহণ করে ফেলেন নেতারা। সম্মুগম বলেছেন, জাত-ধর্ম আমাদের সমাজকে কয়েকশো বছর ধরে ভাগ করে রেখেছে। শোষণের মূলে রয়েছে অসবর্ণ বিয়ের প্রতি তীব্র বিদ্বেষ। আমরা তরুণ প্রেমিকা-প্রেমিকাদের কাছে বার্তা দিতে চাই যে, তোমরা একলা নও, সিপিএম তোমাদের পাশে আছে। আমাদের পার্টি অফিস তোমাদের মাথা গোঁজার আশ্রয় দিতে সর্বদা খোলা থাকবে। পরিবারের সম্মানরক্ষায় খুনের জন্য পৃথক আইন আনার দাবিও জানান তিনি।

আরও পড়ুনঃ দুপুর ১টা ৩০ মিনিট, ধাক্কা খেল Reliance Jio; সমস্যায় দেশের হাজার হাজার গ্রাহক

কাস্তে-হাতুড়িকে এই পদ্ধতিতে ভোটব্যাঙ্ক কেটে নিয়ে যেতে দেখে বিজেপিও একই ধানখেতে নেমে পড়েছে। আন্নামালাইও জানিয়ে দিয়েছেন, বিয়ের জন্য বিজেপির কার্যালয়গুলিও খোলা থাকবে। মাদুরাইয়ে তিনি সাংবাদিকদের বলেন, সিপিএম যা করেছে তাকে স্বাগত জানাই। প্রতীকের লড়াইয়ের কথা বাদ দিয়েই বলছি, তামিলনাড়ুর প্রয়োজন একটা কঠিন আইন। এইভাবে খুন মেনে নেওয়া যায় না। ডিএমকে সরকার এই বিষয়ে পৃথক আইন প্রণয়ন করুক। যাতে অপরাধীকে কঠোরতম শাস্তি ভোগ করতে হয়।

এই মুহূর্তে

আরও পড়ুন