Tuesday, 14 October, 2025
14 October
Homeদক্ষিণবঙ্গTarapith: সেজে উঠেছে গোটা তারাপীঠ; কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে লক্ষাধিক ভক্তের সমাগম

Tarapith: সেজে উঠেছে গোটা তারাপীঠ; কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে লক্ষাধিক ভক্তের সমাগম

এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে লক্ষাধিক ভক্তের সমাগম হয়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

তারাপীঠের সব থেকে বড় উৎসব কৌশিকী অমাবস্যা। আর এই বিশেষ তিথি উপলক্ষে সেজে উঠেছে গোটা তারাপীঠ এলাকা। পুণ্যার্থীদের কথা মাথায় রেখে আজ, শুক্রবার সারারাত মন্দির খুলে রাখা হবে।

কথিত আছে, দেবী তারার অপর নাম কৌশিকী। শুম্ভ নিশুম্ভকে বধ করতে দেবী নিজ দেহকোষ থেকে বের হয়ে আর এক দেবীমূর্তিতে আবির্ভূত হয়েছিলেন। অন্যদিকে এইদিনই তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমূল বৃক্ষের তলায় সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। তাই বিশেষ এই তিথিতে পুণ্যলাভের আশায় লক্ষ লক্ষ পুণ্যার্থী তারাপীঠ আসেন। এদিন তন্ত্র সাধকরা তন্ত্র সাধনায় মেতে ওঠেন তারাপীঠ মহাশ্মশানে। সাধক বামদেব মা তারার দর্শন পেয়ে সিদ্ধিলাভ করেছিলেন সেই কারণে বিশেষ আশা নিয়ে তন্ত্র সাধনায় এদিন তাঁরা মেতে ওঠেন।

আরও পড়ুনঃ ভাগ্যের চাকা ঘুরবেই! কৌশিকী অমাবস্যার ভর সন্ধ্যায় করুন শুধু ‘এটি’

আজ, শুক্রবার ২২ অগাস্ট। অমাবস্যা তিথি শুরু হবে সকাল ১১টা ৫৫ মিনিটে এবং শেষ হবে শনিবার সকাল ১১টা ২৪ মিনিটে। আজ তারাপীঠে মহা ধুমধাম করে মায়ের আরাধনা করা হবে। শুক্রবার ভোরে মা তারাকে স্নান ও মঙ্গলারতির পর গর্ভগৃহ খুলে দেওয়া হয় ভোরে পাঁচ রকম মিষ্টি ফল দিয়ে ভোগ নিবেদন করা হয়। তিথি শুরু হতেই তারা অঙ্গে দেবী কৌশিকীর পুজো শুরু হয়ে যাবে। সন্ধ্যায় স্বর্ণালঙ্কার পরিয়ে দেবী তারাকে রাজবেশে সাজিয়ে তোলা হবে।

মন্দির চত্বরে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পুলিশের ৫০০ আধিকারিক-সহ ১৫০০ জন পুলিশকর্মী এবং ২০০০ সিভিক কর্মী। আর এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা আটকাতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। মোড়ে মোড়ে বসানো হয়েছে ওয়াচ টাওয়ারও। তারাপীঠ জুড়ে লাগানো হয়েছে সিসিটিভি। সরাসরি মায়ের আরতি এবং পুজো দেখানোর জন্য বসানো হয়েছে বেশ কয়েকটি জায়েন্ট স্ক্রিনও। সাজানো হয়েছে মন্দির চত্বর। মন্দিরে চত্বরে লাগানো হয়েছে সিসিটিভি। পুণ্যার্থীরা কোনও সমস্যায় পড়লে যাতে তড়িঘড়ি পুলিশকে জানাতে পারেন, তার জন্য ২১টি পুলিশ সহয়তা বুথ করা হয়েছে। ড্রোন ক্যামেরার মাধ্যমেও নজরদারি চালানো হবে।

আরও পড়ুনঃ বাকি রাষ্ট্রপতির অনুমোদন; পাশ ‘অনলাইন গেমিং বিল’

সিদ্ধপীঠ তারাপীঠ তন্ত্র সাধনা করার এক অন্যতম স্থান। তারাপীঠে মা তারার মন্দিরের পাশেই দ্বারকা নদীর পাড়ে রয়েছে তারাপীঠ মহাশ্মশান। তারাপীঠের এই মহাশ্মশানের পঞ্চমুন্ডির আসনে বসে সপ্তঋষি বশিষ্ঠ মুনি তপস্যা করে মা তারার দর্শন পেয়েছিলেন। তারপর কৌশিকী অমাবস্যার তিথিতেই এই শ্মশানের শ্বেতশিমুল বৃক্ষের নীচে সাধনা করে মা তারার দর্শন পেয়ে সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামদেবও। সেই সময় থেকেই মহাসমারোহে কৌশিকী অমাবস্যা পালিত হয়ে আসছে তারাপীঠে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কৌশিকী অমাবস্যার তিথিতে তারাপীঠের মহাশ্মশানে তন্ত্র সাধনা করতে আসেন বহু তন্ত্রসাধক। মহাশ্মশানে জ্বলে ওঠে হাজারে হাজারে হোমকুণ্ড। মা তারার দর্শন পেতে এবং সাধনায় সিদ্ধিলাভ পাওয়ার আশায় তারাপীঠে এসে ভিড় জমান তন্ত্রসাধক থেকে সাধারণ পুণ্যার্থীরাও।

এই মুহূর্তে

আরও পড়ুন