বিশ্বখ্যাত পপস্টার শাকিরার চিকিৎসা সংক্রান্ত গোপন তথ্য ফাঁসের দায়ে বড়সড় জরিমানার মুখে পড়ল পেরুর একটি বেসরকারি ক্লিনিক। বুধবার পেরুর স্বাস্থ্য দফতর নিশ্চিত করেছে, প্রায় ১.৯ লক্ষ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে ক্লিনিকটিকে।
ঘটনার সূত্রপাত ফেব্রুয়ারি মাসে। সাত বছর পর প্রথম বিশ্বভ্রমণে বেরোনো শাকিরা তখন লিমায় তাঁর ‘Las Mujeres Ya No Lloran’ ট্যুরে। সেই সময় পেটের সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং একটানা কনসার্ট বাতিল করতে হয়।
আরও পড়ুন: মহিলা জুনিয়র ডাক্তারকে যৌন হেনস্থার অভিযোগ বর্ধমান মেডিক্যাল কলেজে
যদিও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দু’দিনের মধ্যেই তিনি ফের মঞ্চে ওঠেন। কিন্তু ঠিক তার পরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁর চিকিৎসা সংক্রান্ত গোপন নথি। তা নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। ভক্তরা তীব্র প্রতিবাদ জানান। বিষয়টি নিয়ে তদন্তে নামে পেরুর স্বাস্থ্য দফতর।
শাকিরা চিকিৎসাধীন ছিলেন ‘ডেলগার্ডো অউনা’ নামের একটি বেসরকারি ক্লিনিকে। তখনই তারা স্বীকার করেছিল, এটি তাদের আচরণবিধি ও তথ্য গোপনীয়তা নীতির চরম লঙ্ঘন।
বুধবার, তদন্ত শেষে পেরুর স্বাস্থ্য দফতর জানিয়েছে, রোগীর ব্যক্তিগত তথ্য ফাঁস করার দায়ে এই ক্লিনিককে ১ লক্ষ ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
তথ্য গোপন রাখার নিয়ম লঙ্ঘনের ঘটনা স্বাস্থ্য পরিষেবা খাতে আন্তর্জাতিকভাবে ক্রমশ উদ্বেগ তৈরি করছে। শাকিরার মতো একজন তারকার ব্যক্তিগত চিকিৎসা তথ্য ফাঁস হয়ে যাওয়ায় আরও একবার উঠে এল প্রশ্ন — রোগীর গোপনীয়তা রক্ষা নিয়ে কতটা দায়িত্ববান আধুনিক চিকিৎসা কেন্দ্রগুলি?