Tuesday, 4 November, 2025
4 November
HomeকলকাতাKolkata: মানিকতলায় তাণ্ডব! মুরারিপুকুরে চাঁদার জুলুমে রক্তাক্ত শিল্পী; প্রশ্নের মুখে নিরাপত্তা

Kolkata: মানিকতলায় তাণ্ডব! মুরারিপুকুরে চাঁদার জুলুমে রক্তাক্ত শিল্পী; প্রশ্নের মুখে নিরাপত্তা

খাস কলকাতায় চাঁদার জুলুমবাজি। কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল এক মৃৎশিল্পীর।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

খাস কলকাতায় কালীপুজোর চাঁদা ঘিরে চলল জুলুমবাজি। রাতের অন্ধকারে আক্রান্ত এক মৃৎশিল্পী। অভিযোগ, চাঁদা না দেওয়ার ‘অপরাধে’ রাস্তায় ফেলে মারধর, মাথায় মেরে রক্তাক্ত করা হল শিল্পী পরিতোষ চক্রবর্তীকে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ, মানিকতলার মুরারিপুকুরে।

আরও পড়ুনঃ দিকে দিকে মাতৃ আরাধনা, কালীঘাট 2 তারাপীঠ

আহত পরিতোষবাবু দীর্ঘদিন ধরেই প্রতিমা তৈরির কাজ করেন। কালীপুজোর আগে যখন দিন-রাত এক করে শিল্পীরা কাজ করেন, তখনই এই হামলার শিকার তিনি। জানান, প্রতিমার সাজসজ্জার কাজ সেরে রাতে খেয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় কিছু যুবক তাঁর পথ আটকায়। দাবি করে, গতবার চাঁদা দেওয়া হয়নি, এবার তাই আগের বারের সঙ্গে এবারের টাকাও দিতে হবে।

প্রতিবাদ করতেই এক যুবক ধমকে ওঠে, “তুই অনেক সেয়ানা হয়ে গেছিস?” এরপরই একের পর এক ঘুষি, কিল-চড়, লাথি—মারে প্রায় পাঁচশো মিটার টেনে নিয়ে গিয়ে মাথায় আঘাত করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। মাথায় পড়েছে ৫টি সেলাই। ফুলে গিয়েছে চোখ।

আরও পড়ুনঃ গা ছমছমে, তন্ত্রমন্ত্র, শবসাধনা, পিশাচতত্ত্ব! মা কি সত্যিই ভয়ঙ্করী? কলকাতার শ্মশানে জাগেন শ্মশানকালী

পরিতোষবাবুর অভিযোগ, হামলাকারীরা এলাকারই বাসিন্দা। মুখচেনা হলেও, তাঁদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল না। শিল্পীর ছেলে মানিকতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ।

কালীপুজোর মুখে এমন ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। পাড়ায় শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগ, উৎসবের নামে জোর করে চাঁদা আদায় নতুন কিছু নয়, কিন্তু প্রতিবাদ করলেই এমন হামলা—তা মেনে নেওয়া যায় না বলেই দাবি সাধারণ মানুষের।

এই মুহূর্তে

আরও পড়ুন