সাহেব দাস, তারকেশ্বরঃ
সকাল হতেই আনাগোনা শুরু হয়েছিল। পুকুর পাড়ে মানুষজনদের ভিড় বাড়ছিল। তবে হঠাৎই শুরু হইহই। সকালবেলা এ দৃশ্য দেখবেন কেউ হয়ত স্বপ্নেও কল্পনা করেননি। কারণ, গ্রামের পুকুর থেকে উদ্ধার হয়েছে সদ্যজাতর দেহ। ঘটনার জেরে গোটা গ্রাম জুড়ে পড়ে গিয়েছে শোরগোল। কে বা কারা এই নিষ্ঠুর কাজ করল, সেই নিয়ে প্রশ্ন উঠেছে এলাকায়। কখন ফেলে দিয়ে গিয়েছে তাও অজানা সকলের।
আরও পড়ুনঃ বিরাট ওয়্যারহাউজ লিজ়! ৪৩০ কোটি টাকা…! হুগলির বুকে Amazon-র ‘বিপ্লব’
ঘটনাটি গোঘাটের ভেলাদিঘিতে। জানা গিয়েছে, রবিবার সাত সকালেই স্থানীয় মানুষ এই পুকুরের ঘাটে আসেন গৃহস্থলীর কাজের জন্য। তাঁরাই দেখতে পান, একটি সদ্যোজাত শিশুর দেহ ভাসছে জলে। তড়িঘড়ি স্থানীয় মানুষজন খবর দেন পুলিশে। খবর দেওয়া হয় গোঘাট থানার পুলিশকেও। গোটা বিষয়টি নিয়ে এলাকায় শোরগোল পড়ে যায়।
আরও পড়ুনঃ ৯ বছর পর আজ এসএসসি নিয়োগ পরীক্ষা; স্বাভাবিক থাকবে মেট্রো পরিষেবা, রাস্তায় অতিরিক্ত বাস
স্থানীয় এক বাসিন্দা বলেন, “আজ সাড়ে ছটা থেকে সাতটা নাগাদ পাড়ার একটা মেয়ে ঘাটে এসেছিল। সে ভয় পেয়ে চমকে যায়। বাকি লোকজনকে ডেকে আনে। তখন দেখি পুকুরে ভাসছে দেহ। মনে হচ্ছে রাতের বেলা এসে কেউ দেহ ফেলে গেছে। পুলিশকে সঙ্গে-সঙ্গে খবর দেওযা হয়। তারা আসে।”