চালু হতে না হতেই ফের বিপর্যস্ত মেট্রো পরিষেবা। এবার মেট্রোয় মরণঝাঁপ। বেলগাছিয়া মেট্রো স্টেশনে আপ লাইনে এক যাত্রী ঝাঁপ দিয়েছেন। এর জেরে ফের ব্যহত মেট্রো পরিষেবা।
আরও পড়ুন: পাতালপথে চরম ভোগান্তি! বন্ধ মেট্রো পরিষেবা, স্টেশনে উপচে পড়ছে ভিড়!
সকাল থেকেই বিপর্যয় ছিল মেট্রো পরিষেবা। বৃষ্টির জল ঢুকে যায় চাঁদনি চক থেকে সেন্ট্রাল মেট্রো স্টেশনে ঢুকে যাওয়ায় দুই ঘণ্টা মেট্রোর পরিষেবা বন্ধ ছিল এই স্টেশনগুলিতে। সকাল ১১টা নাগাদ স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। তার কয়েক মিনিটের মধ্যেই ফের বিপত্তি।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি
কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, সোমবার সকাল ১১টা ২০ মিনিট নাগাদ ভিড়ের মাঝে থাকা একজন ঝাঁপ দেন। তিনি পুরুষ নাকি মহিলা তা এখনও জানা যায়নি। মেট্রো কর্তৃপক্ষের তরফে তাঁকে লাইন থেকে উদ্ধারের চেষ্টা চলছে। লাইন ফাঁকা না হওয়া পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়া সম্ভব নয়। আপাতত গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল চালু রয়েছে। বাকি বন্ধ। তার ফলে সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে দ্বিতীয় দফায় চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা।
মেট্রো পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে না হতেই দ্বিতীয় দফায় ভোগান্তি। যার ফলে ফের সমস্যায় আমজনতা। এর আগে গত শনিবার বিকেলে যতীন দাস পার্ক এবং নেতাজি ভবন স্টেশনের মাঝে নিকাশি নালায় আচমকা জল ভর্তি হয়ে যায়। সেদিনও প্রায় ঘণ্টাদেড়েক বন্ধ ছিল পরিষেবা।