Saturday, 13 September, 2025
13 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
HomeকলকাতাRoad Accident: ২১১ রুটের বাস, ওভারটেক একে অপরকে; কেষ্টপুর ভিআইপিতে পথ দুর্ঘটনায়...

Road Accident: ২১১ রুটের বাস, ওভারটেক একে অপরকে; কেষ্টপুর ভিআইপিতে পথ দুর্ঘটনায় মৃ*ত্যু

কেষ্টপুর ভিআইপিতে মন্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই যুবকের, তিনি ডেলিভারি বয়ের কাজ করতেন বলে জানা গিয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

লাগাতার বৃষ্টির জেরে যানজট হয়েই চলেছে। আর এরই মধ্যে মর্মান্তিক ঘটনা। কেষ্টপুর ভিআইপিতে পথ দুর্ঘটনায় মৃত্যু ডেলিভারি বয়ের। ২১১ রুটের বাসের তলায় চলে গেলেন তিনি। পিষে মৃত্যু যুবকের।

আরও পড়ুনঃ ‘অদূরদর্শী ভাবনা, আগে দেশপ্রেমিক হয়ে উঠুন’; বিক্ষোভের অনুমতি চেয়ে বম্বে হাই কোর্টে ধমক খেল সিপিএম

শনিবার ঘটনাটি ঘটেছে বাগুইআটিতে। সেখানে কেষ্টপুরের দিকে যাচ্ছিল ২১১ রুটের বাসটি। এবার খড়িবাড়ির কাছে আসতেই কেষ্টপুরের মোড়ে সাইকেল আরোহী ডেলিভারি বয়কে ধাক্কা মারে। গাড়ি তলায় পিষে যান যুবক। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কর্তব্যরত ট্রাফিক পুলিশ। যুবককে উদ্ধার করে নিয়ে নিয়ে যাওয়া হয় ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পরুনঃ কিছু অজানা তথ্য; আজ কার্গিল বিজয় দিবস

হাসপাতাল সূত্রে খবর, মৃত যুবকের নাম অমিত মান্না। তিনি মেদিনীপুরের বাসিন্দা। দেহটিকে ময়না তদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী বলেন, “দুটো ২১১ একসঙ্গে চলছি। একে অপরকে ওভার টেক করছিল তখনই ধাক্কা দেয়। সেই সময় পুলিশ ছিল না। আমরাই ধরলাম ওকে তারপর ওটো করে দিয়ে এলাম হাসপাতালে। রোজ এই ঘটনা ঘটে। ওভারটেক করতে যায় আর তারপর এই ঘটনা। যেখান থেকে যাত্রী তুলছেন চালক সেটা বাসস্যান্ড নয়। তাও তোলেন।”

এই মুহূর্তে

আরও পড়ুন