Monday, 7 July, 2025
7 July, 2025
Homeদক্ষিণবঙ্গDigha: চাঞ্চল্যকর ঘটনা জানতেও পারল না কেউ! পিস্তল-কার্তুজ নিয়ে একজন দিঘা-মন্দারমণি ঘুরে...

Digha: চাঞ্চল্যকর ঘটনা জানতেও পারল না কেউ! পিস্তল-কার্তুজ নিয়ে একজন দিঘা-মন্দারমণি ঘুরে বেড়াল

মন্দারমণির হোটেলে থাকা এক পর্যটকের কাছ থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। একটি ৯ এমএম পিস্তল সহ ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে তাঁর কাছ থেকে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মন্দারমণির হোটেলে থাকা এক পর্যটকের কাছ থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। সোমবারই পর্যটককে গ্রেফতার করেছে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একটি ৯ এমএম পিস্তল সহ ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে তাঁর কাছ থেকে। কীভাবে তাঁর কাছে ওই অস্ত্র এল, কেনই বা সেটা নিয়ে হোটেলে হোটেলে ঘুরছিলেন তিনি, তা জানার চেষ্টা করছে পুলিশ।

জানা গিয়েছে ওই ব্যক্তি দিঘা ঘুরে তারপর যান মন্দারমণি। বিশেষ সূত্রে খবর পেয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ। জানা যাচ্ছে, ধৃত পর্যটকের বাড়ি মালদহের মোথাবাড়িতে। পেশায় পোলট্রি ব্যবসায়ী ওই পর্যটকের নাম কৌশিক রায়। পরিবার নিয়ে গত রবিবার মন্দারমণি বেড়াতে গিয়েছিলেন তিনি, তার আগে ছিলেন সৈকত শহর দিঘাতেও।

আরও পড়ুন: গাজ়ায় ৫ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে, চার দিকে ভিড় ক্ষুধার্ত মানুষের!  চলছে ইজ়রায়েলের সামরিক হামলা

ধৃত পর্যটককে সোমবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিশেষ আদালতের বিচারক জামিন খারিচ করে দেন। তাঁকে চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় দিঘা-মন্দারমণির মতো পর্যটন কেন্দ্রগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে কি এবার মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করতে হবে?

মন্দারমণি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের এক কর্তা বলেন, “আমাদের মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, দিঘা- এইসব জায়গায় অনেক হোটেল সংগঠন রয়েছে । সবার কথা বলতে পারব না, তবে আমরা হোটেল মালিকরা প্রশাসনিক নির্দেশ মেনেই চলি। পর্যটকদের জিনিসপত্র তো আমরা চেক করতে পারি না। পরিবারের লোকই যেখানে জানতে পারেনি, সেখানে আমার বা আমাদের পক্ষে জানা সম্ভব নয়।”

আরও পড়ুন: পাকিস্তানকে বাঁচতে হলে সন্ত্রাসবাদকে নির্মূল করতেই হবে, পরমাণু যুদ্ধের হুমকিও সহ্য করব না: প্রধানমন্ত্রী

পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, “এই ঘটনার পর আরও কড়া করা হবে নজরদারি। যে সব হোটেল পুলিশের নির্দেশ মেনে চলছে না, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আর যে হোটেল থেকে কোনও দুষ্কৃতী গ্রেফতার হবে, সেই হোটেলের বিরুদ্ধেই কড়া আইনি পদক্ষেপ করব আমরা।”

এই মুহূর্তে

আরও পড়ুন