Tuesday, 14 October, 2025
14 October
HomeদেশOperation Akhal: রাতভর গুলির লড়াই, ‘ফাঁদ’ শক্ত করা হচ্ছে, জানাল সেনা

Operation Akhal: রাতভর গুলির লড়াই, ‘ফাঁদ’ শক্ত করা হচ্ছে, জানাল সেনা

শুক্রবার রাত থেকে কুলগামে শুরু হয়েছে ‘অপারেশন অখল’। এখনও চলছে গুলির লড়াই।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কিছু দিন আগে ‘অপারেশন মহাদেব’-এ পহেলগাঁওয়ে হামলাকারী তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এ বার কাশ্মীরে দ্বিতীয় অভিযান শুরু করে দিয়েছে ভারতীয় সেনা। চলছে ‘অপারেশন অখল’। নিরাপত্তাবাহিনীর গুলিতে এক জঙ্গি নিহতও হয়েছে। শনিবার সকালে সেনার তরফে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ স্বাধীন ভারতের ‘কাণ্ডারি’, ‘শেষ সময়ের’ সঙ্গী; প্লেন ক্র্যাশে নেতাজির মৃত্যু হয়েছিলও কি না, তার একমাত্র স্বাক্ষী

কাশ্মীর উপত্যকায় সেনা অভিযানের দায়িত্বপ্রাপ্ত চিনার কর্প্‌স নতুন অভিযান চালাচ্ছে। শুক্রবার রাত থেকে কুলগামের জঙ্গল এলাকায় শুরু হয়েছে ‘অপারেশন অখল’। গোপন সূত্রে সেখানে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েছিল সেনা। সমাজমাধ্যমে সকালে সেনার তরফে লেখা হয়েছে, ‘‘সারা রাত অবিরাম গোলাগুলি চলেছে। আমাদের সদাসতর্ক জওয়ানেরা গুলির মাধ্যমেই তার জবাব দিয়েছেন। যোগাযোগ বজায় রেখে ফাঁদ আরও শক্ত করেছেন। এখনও পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে। অভিযান চলছে।’’

কুলগাম থেকে ১২ কিলোমিটার দূরে ছোট্ট গ্রাম অখল। এই গ্রাম কুলগাম জেলার অন্তর্গত। গোয়েন্দা সূত্রে সেখানেই জঙ্গিদের অবস্থানের খোঁজ পেয়েছিল সেনা। এর পর ‘অপারেশন অখল’-এর পরিকল্পনা করা হয়। নির্দিষ্ট জায়গায় গিয়ে প্রথমে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছিল। জওয়ানদের লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালালে শুরু হয় সংঘর্ষ। রাত পেরিয়ে সকাল হয়ে গিয়েছে। এখনও কুলগামে সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছে।

আরও পড়ুনঃ ১৯৭৫–এ কলকাতায় প্রথম সম্প্রচার; ৫০ বছরে পা কলকাতা দূরদর্শন

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। তাতে মৃত্যু হয়েছিল ২৬ জনের। তার পর পাকিস্তানের সঙ্গে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত, যার ফলে এখনও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে। পহেলগাঁও হামলার তিন মাস পর সম্প্রতি ওই ঘটনায় জড়িত তিন জঙ্গিকে হত্যা করেছে সেনা। সেই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন মহাদেব’। সেনার গুলিতে মৃত্যু হয় সুলেমন ওরফে আসিফের, যে পহেলগাঁও হামলার ‘মাস্টারমাইন্ড’ বলে অভিযোগ। এ ছাড়া তার দুই সঙ্গী জিব্রান এবং হামজ়া আফগানিকেও হত্যা করা হয়েছে। তিন জনেই পাকিস্তানের নাগরিক। তার কিছু দিনের মধ্যে কুলগামে নতুন অভিযান শুরু করল নিরাপত্তা বাহিনী। সেখানে নিহত জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি।

এই মুহূর্তে

আরও পড়ুন