Monday, 21 July, 2025
21 July, 25
HomeদেশI.N.D.I.A.: পহেলগাঁও-সিঁদুর-ট্রাম্প ‘রহস্য’ থেকে বিহারের ভোটার সমীক্ষা! বাদল অধিবেশনে ঝড় তোলার ইঙ্গিত...

I.N.D.I.A.: পহেলগাঁও-সিঁদুর-ট্রাম্প ‘রহস্য’ থেকে বিহারের ভোটার সমীক্ষা! বাদল অধিবেশনে ঝড় তোলার ইঙ্গিত দিয়ে দিল ‘ইন্ডিয়া’ বৈঠক

বাদল অধিবেশনে এ নিয়েই বিজেপি তথা নরেন্দ্র মোদী সরকারকে চেপে ধরতে চাইছে বিরোধীরা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

এত দিন হত মুখোমুখি, এবার হল ভার্চুয়াল। তবে এটা প্রথম নয়, আগেও হয়েছে। শনিবার বাদল অধিবেশনের কৌশল বাঁধতে এক জোট হল ‘ইন্ডিয়া’। কিন্তু এক জোট কি আদৌ হত পারল তারা? সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ওয়াকিবহাল মহল বলছে, এটা হয় গুরুত্ব কমারও নজির। তাই তড়িঘড়ি ভার্চুয়াল বৈঠকেই নামতে হল তাদের।

আরও পড়ুনঃ কেউ অনলাইন, কেউ তালা-বন্ধ! এই নিয়ে ২১ জুলাই-এর বাংলার স্কুলের অবস্থা

নয়াদিল্লি সূত্রে খবর, পহেলগাঁও, অপারেশন সিঁদুর এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা এই তিন ঘটনাকে হাতিয়ার করে বাদল অধিবেশনে শাসক শিবিরকে কোণঠাসা করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হল ইন্ডিয়া জোটের শনির বৈঠকে। এই তিন ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে অনড় অবস্থান নিতে চায় বিরোধীরা। সূত্রের খবর, রাহুল গান্ধী, খড়্গে, অভিষেক সব মিলিয়ে জোটের ২৪টি শরিক দলের প্রতিনিধি যোগ দিয়েছিলেন এই বৈঠকে।

পাশাপাশি, চিন-পাকিস্তান এমনকি, সাম্প্রতিকালে ইজরায়েলের হামলায় একেবারে ধ্বংস হয়ে যাওয়া গাজা ভূম নিয়ে ভারতের কী অবস্থান, কী বিদেশ নীতি, তাও জানতে চাইবে বিরোধী জোট।

সম্প্রতি বিহারে শুরু হওয়া নির্বাচন কমিশনের বিশেষ ও নিবিড় সমীক্ষা প্র্রসঙ্গও ওঠে ইন্ডিয়া জোটের ভার্চুয়াল মিটিংয়ে। পড়শি রাজ্যে যে বিশেষ সমীক্ষা শুরু হয়েছে, তা যে গোটা দেশেও হবে সেই অনুমান আপাতত একাধিক মহলই করতে পেরেছে। বিহারের মতো গোটা দেশে কমিশন ভোটার যাচাই করবে বলেই মত একাংশের। সুতরাং, এই সমীক্ষা বাদল অধিবেশনে বিরোধীদের হাতিয়ার হবে না এমনটা হতে্ই পারে না।

আরও পড়ুনঃ রহস্য! ভিড় বাড়ছে দিঘায় একুশে জুলাইয়ের আগে

নয়াদিল্লি সূত্রে খবর, শনিবার আয়োজিত ভার্চুয়াল বৈঠকে বিহারে ভোটার সমীক্ষা ও ঘুরপথে NRC-এর ইস্যুটি তুলেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেই মতো সর্বসম্মত ভাবে সংসদে কেন্দ্রকে আক্রমণে ব্লু-প্রিন্টে রাখা হয়েছে এই ইস্যুটিও। এছাড়াও, দেশব্যাপী মহিলা, সংখ্যালঘু, জনজাতির উপর আক্রমণ, সংসদের আসন পুনর্বিন্যাস এবং সর্বপরী আহমেদাবাদে হওয়া বিমান দুর্ঘটনা। প্রত্যেকটি ইস্যু নিয়ে সংসদে সরব হতে চলেছে ইন্ডিয়া জোট। পাশাপাশি, খুব শীঘ্রই ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্বরা মুখোমুখি বৈঠক করবেন বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বৈঠকে।

এই মুহূর্তে

আরও পড়ুন