Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeরাজ্যSuvendu Adhikari: ‘শুভনন্দন জানানোর আগে বরাহ নন্দনদের শায়েস্তা করুন,’ মমতাকে বিঁধলেন শুভেন্দু

Suvendu Adhikari: ‘শুভনন্দন জানানোর আগে বরাহ নন্দনদের শায়েস্তা করুন,’ মমতাকে বিঁধলেন শুভেন্দু

নববর্ষের শুভেচ্ছা বার্তা নিয়ে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, ‘রোম যখন পুড়ছিল, সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন!’

নববর্ষের সকালে গানের মাধ্যমে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে এই গানে কন্ঠ দিয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। এবার এই শুভেচ্ছা বার্তা নিয়ে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, ‘রোম যখন পুড়ছিল, সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন!’

আরও পড়ুন: পয়লা বৈশাখের জন্ম, পঞ্জিকা তৈরিতে আকবর কী নির্দেশ দেন রাজজ্যোতিষী ফতেহউল্লাহ শিরাজিকে?

মঙ্গলবার রাজ্যবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা নিয়ে তীব্র কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘রোম যখন পুড়ছিল, সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন! আর রাজ্যে যখন সাম্প্রদায়িক হিংসার আগুন জ্বলছে, আপনিও গান গাইবেন সেটাই স্বাভাবিক… তবে গানের সুরটা বেসুরো হয়ে গেল। নাগরিকদের ‘শুভনন্দন’ জানানোর আগে যে সকল ‘বরাহ-নন্দন’ দাঙ্গা করছে, সরকারি সম্পত্তি পোড়াচ্ছে, খুন করছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করলে রাজ্যে নাগরিকরা নিজেদের সুরক্ষিত মনে করত!’

আরও পড়ুন: আজ বাঙালির পয়লা বৈশাখ; বাঙালির ছক্কা হাঁকানোর দিন, কাল যা হবে দেখা যাবে

পাশাপাশি রাজ্য সরকারের ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন নিয়ে তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গকে ভারতবর্ষে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টার জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। তাঁর উদ্যোগের ফলে ১৯৪৭ সালের ২০ জুন বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় ভোটাভুটির মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিষ্ঠা করার সিদ্ধান্তে সিলমোহর পড়েছিল। তাই ২০ জুনই ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালিত হবে। ইতিহাস মুছে ফেলার আপনার অভিপ্রায় কখনো পূরণ হবে না, রাজ্যের নাম পশ্চিমবঙ্গই থাকবে, কারণ ‘পশ্চিম’ শব্দটা রক্তাক্ত ইতিহাসের স্মৃতি বহন করে, যা আপনি ভুলিয়ে দিতে চাইছেন।’

এই মুহূর্তে

আরও পড়ুন