Wednesday, 15 October, 2025
15 October
Homeরাজ্যGhatal Master Plane: তৃণমূল নেতার গান্ধী গিরি! সেচ মন্ত্রীকে কটাক্ষ

Ghatal Master Plane: তৃণমূল নেতার গান্ধী গিরি! সেচ মন্ত্রীকে কটাক্ষ

মানস ভুঁইয়া  গোলাপ পাঠালেন

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ব্যুরো রিপোর্ট, ঘাটাল:

৮ মার্চ দাসপুরের চাঁদপুরে চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদ কমিটির সভায়, ঘাটাল মাস্টার প্ল্যানে দাসপুরে নতুন করে খাল খননের বিরোধিতা করে সরাসরি রাজ্যের সেচ ও জল সম্পদ উন্নয়ন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়ার কাছা খুলে ছোটানোর কথা বলেছিলেন দাসপুরের স্বপন কর।

আরও পড়ুন: মহিলাদের প্রতি দুর্ব্যবহার! গ্রেফতার মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল এর লিফট চালক

তাই সেই স্বপনের বাড়িতেই  মানস ভুঁইয়া  গোলাপ পাঠালেন।

আরও পড়ুন: সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে এক আলোচনা সভা শিলিগুড়ি পুরসভাতে

দাসপুরের রাজনীতিতে এ একেবারে অন্য ছবি। রবিবারের বিকেলে দাসপুরের চাঁদপুরের স্বপন করের বাড়িতে মানস বাবুর পাঠানো সেই গোলাপ নিয়ে পৌঁছে গেলেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির সভাপতি তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ আশিষ হুদাইদ। লাল টুকটুকে গোলাপ তুলে দিলেন স্বপন বাবুর হাতে।  দীর্ঘ প্রায় ১ ঘন্টা ধরে আশিষ বাবু তার সাথে কথা বললেন। একেবারে দুঁদে রাজনীতিবিদ এই আশিষ হুদাইদ। দাসপুরে খাল খননের ক্ষতি,ভয়,উপকার সব নিয়ে বললেন তিনি। তবে স্বপন করের সাফ কথা ঘাটাল মাস্টার প্ল্যানে এলাকার না ক্ষতি হলে আছি।

এই মুহূর্তে

আরও পড়ুন