Thursday, 8 May, 2025
8 May, 2025
Homeদক্ষিণবঙ্গBarrackpore: ভুয়ো CBI অফিসার সেজে প্রাণনাশের হুমকি! তরুণীর অভিযোগ

Barrackpore: ভুয়ো CBI অফিসার সেজে প্রাণনাশের হুমকি! তরুণীর অভিযোগ

এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে

ব্যারাকপুরে এক চাঞ্চল্যকর ঘটনায়, সদ্য বিবাহিত স্বাতীলেখা বন্দ্যোপাধ্যায় নামে এক তরুণীকে ভুয়ো CBI অফিসার পরিচয় দিয়ে প্রাণে মারার হুমকির অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মালিক বলে জানা গিয়েছে।

তরুণীর গুরুতর অভিযোগ, বিয়ের অনুষ্ঠান সংক্রান্ত অগ্রিম টাকা ফেরত চাওয়াতেই ওই সংস্থার মালিক সশস্ত্র লোকজন নিয়ে তাঁর বাড়িতে চড়াও হন এবং তাঁকে প্রাণে মারার হুমকি দেন। এই ঘটনায় গত ১৮ই এপ্রিল ব্যারাকপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন স্বাতীলেখা। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

ঘটনার সূত্রপাত:

স্বাতীলেখা জানান, আগামী ২০শে ফেব্রুয়ারি তাঁর বিয়ে হওয়ার কথা ছিল ব্যারাকপুরের সদর বাজারের বাসিন্দা সুমিত গঙ্গোপাধ্যায়ের সাথে। বিয়ের অনুষ্ঠানের জন্য তিনি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সাথে ৫-৬ লক্ষ টাকার বাজেটে কথা বলেন এবং অগ্রিম বাবদ এক লক্ষ টাকার একটি চেকও দেন।

তবে, দুর্ভাগ্যবশত তাঁর মায়ের অসুস্থতার কারণে বিয়ে পিছিয়ে যায়। মায়ের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হওয়ায় স্বাতীলেখা ব্যাঙ্ক থেকে সেই টাকা তুলে নেন।

চেক বাউন্স ও হুমকির অভিযোগ:

ব্যাঙ্ক থেকে টাকা তুলে নেওয়ায় স্বাভাবিভাবেই স্বাতীলেখার দেওয়া অগ্রিমের চেকটি বাউন্স করে। এর পরেই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা তাঁর সাথে যোগাযোগ করে। স্বাতীলেখা তাদের কাছে তাঁর সই করা চেকটি ফেরত চান।

কিন্তু তাঁর অভিযোগ, সংস্থাটি চেক ফেরত দিতে অস্বীকার করে এবং মালিক তাঁকে নগদ এক লক্ষ টাকা দেওয়ার দাবি জানান। তিনি সেই টাকা দিতে অস্বীকার করলে, সংস্থার কর্মীরা তাঁর ব্যারাকপুরের বাড়িতে চড়াও হয়ে তাঁকে প্রাণে মারার হুমকি দিতে থাকে। এমনকি সংস্থার মালিক নিজেকে CBI অফিসার পরিচয় দিয়ে তাঁকে ক্রমাগত ভয় দেখাচ্ছেন বলেও অভিযোগ করেন স্বাতীলেখা।

এই পরিস্থিতিতে স্বাতীলেখার সাথে দুর্গাপুরের এক যুবকের বিয়ে সম্পন্ন হয়। তবে অভিযোগ, বিয়ের পরেও তাঁকে হুমকি দেওয়া বন্ধ হয়নি।

পুলিশ জানিয়েছে, গতকাল, সোমবার তদন্তের স্বার্থে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মালিক ও অভিযোগকারী তরুণীকে থানায় ডেকে পাঠানো হয়েছিল। তবে অভিযুক্ত মালিক থানায় অনুপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এবং অভিযোগকারী তরুণীকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।

এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে।

এই মুহূর্তে

আরও পড়ুন