Saturday, 5 July, 2025
5 July, 2025
Homeউত্তরবঙ্গSiliguri: কসবা কান্ডের জের; শিলিগুড়ি কলেজে ঢোকা নিষিদ্ধ হতে চলেছে বহিরাগতদের

Siliguri: কসবা কান্ডের জের; শিলিগুড়ি কলেজে ঢোকা নিষিদ্ধ হতে চলেছে বহিরাগতদের

বিশেষ করে রাত্রে বেলায়  ঘটে চলেছে বা ঘটে যায় একের পর এক দুর্ঘটনা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

শিলিগুড়িতে এবার কলেজের ঢোকা নিষিদ্ধ হতে চলেছে বহিরাগতদের। বিশেষ করে যারা পাস করে বেরিয়ে গেছে তারা এসে আড্ডা মারছে, এবং ঘটে যাচ্ছে একের পর এক দুর্ঘটনা।

আরও পড়ুন: মহিলাদের গায়ে হাত, ভিডিও দেখালেন শুভেন্দু; অভিযুক্ত তৃণমূল নেতা

সাম্প্রতিক কসবা কাণ্ড তাদের মধ্যে অন্যতম। এইসব ঘটনাকে সামনে রেখে, এবং মাথায় রেখে  খুব সম্ভবত এই সিদ্ধান্ত নিতে পারে শিলিগুড়ি কলেজ কর্তৃপক্ষ। বিশেষ করে রাত্রে বেলায়  ঘটে চলেছে বা ঘটে যায় একের পর এক দুর্ঘটনা। সেটার কথা মাথায় রেখে খুব সম্ভবত এই সিদ্ধান্ত নিতে চলেছে শিলিগুড়ি কলেজ কর্তৃপক্ষ। বহিরাগতদের আড্ডা এবারে নিষিদ্ধ করা হবে। কারণ দুর্ঘটনার পরে বিতর্ক তৈরি হয় ওই কলেজকেই নিয়ে।

আরও পড়ুন: খেলনাগাড়িতে নজর লেগেছে! লেবু-লংকা ঝোলাতে হবে! যাত্রাপথে বিপত্তি টয়ট্রেনের  

তাই আপাতত বন্ধ থাকবে বহিরাগতদের কলেজে প্রবেশ, হ্যাঁ কলেজ পড়ুয়ারা বাইরে এসে গল্প করতে পারে। সমস্যা নাই কিন্তু বহিরাগতদের কোনভাবেই কলেজের ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। এই সিদ্ধান্ত কার্যকরী হলে শহর শিলিগুড়ি একটা দৃষ্টান্ত হয়ে থাকবে খুব সম্ভবত।

এই মুহূর্তে

আরও পড়ুন