Wednesday, 30 April, 2025
30 April, 2025
HomeদেশPahalgam Terror Attack: পহেলগাম জঙ্গি হামলা, অবশেষে ৩ হামলাকারীর স্কেচ প্রকাশ্যে

Pahalgam Terror Attack: পহেলগাম জঙ্গি হামলা, অবশেষে ৩ হামলাকারীর স্কেচ প্রকাশ্যে

এই ঘটনায় এবার নিরাপত্তা সংস্থার তরফে সন্দেহভাজন ৩ হামলাকারীর স্কেচ প্রকাশ্যে আনা হল।

রক্তাক্ত ভূস্বর্গ। মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৭ পর্যটক। অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে বৈসরন উপত্যকায় পর্যটকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে জঙ্গিরা। সশস্ত্র জঙ্গিরা পর্যটকদের ধর্মীয় পরিচয় জেনে বেছে বেছে হত্যালীলা চালিয়েছে বলে সূত্রের খবর। এই ঘটনায় এবার নিরাপত্তা সংস্থার তরফে সন্দেহভাজন ৩ হামলাকারীর স্কেচ প্রকাশ্যে আনা হল। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবার ঘনিষ্ঠ সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)।

আরও পড়ুন: ইসলামিক সন্ত্রাস ভয়ংকর, কিন্তু এই হামলার জন্য কেন্দ্র সরকারের কি কোনওই দায় নেই?

গতকাল পহেলগাঁওয়ে বৈসরন উপত্যকায় পর্যটকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ওই এলাকায় পর্যটকদের ভিড়ে মিশে ছিল জঙ্গিরা। স্থানীয় সূত্রে দাবি, জঙ্গিরা এসেছিল পুলিশ ও সেনার পোশাক পরে। পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় তারা। জখম পর্যটকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুলওয়ামার পর এটাই বড় হামলা বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বুক বাজিয়ে মাওবাদী নিকেশের দাবি করলেও কাশ্মীরে জঙ্গি দমনে ছাতি চুপসে যাচ্ছে; তাহলে কি কাশ্মীরে শান্তি ফেরাতে কেন্দ্র পুরোপুরি ব্যর্থ? 

ঘটনার পরই পুলিশ ও সেনা ঘটনাস্থলে পৌঁছোয়। এলাকা ঘিরে চলে তল্লাশি অভিযান। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এদিন স্কুল, কলেজ, দোকানপাট, বাজার সমস্ত বন্ধ রয়েছে সেখানে। ইতিমধ্যে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা।

এই মুহূর্তে

আরও পড়ুন