Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeদেশ Jammu Kashmir Terrorist Attack: পহেলগাঁও পৌঁছলেন শাহ, জঙ্গি হামলায় মৃত বেড়ে ৩০,...

 Jammu Kashmir Terrorist Attack: পহেলগাঁও পৌঁছলেন শাহ, জঙ্গি হামলায় মৃত বেড়ে ৩০, মৃত্যু ২ বিদেশির

পাহেলগামের শান্তিপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এমন ভয়াবহ জঙ্গি হামলায় শোকস্তব্ধ গোটা দেশ।

 জম্মু-কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পহেলগামে মঙ্গলবার ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারালেন ২৬ জন পর্যটক। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও অনেকে। সেনা হেলিকপ্টারে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

সূত্রের খবর, পহেলগামের বাইসারান উপত্যকায় হঠাৎই গুলির শব্দ শোনা যায়। পাহাড়ি এই অঞ্চলে শুধু হেঁটে বা ঘোড়ায় চড়ে পৌঁছনো যায়। হামলার সময়ে জঙ্গিরা ক্যামোফ্লেজ পোশাকে ছিল বলে মনে করা হচ্ছে। এটি পরিকল্পিত হামলা বলেই মনে করছেন গোয়েন্দারা।

পাহেলগামের শান্তিপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এমন ভয়াবহ জঙ্গি হামলায় শোকস্তব্ধ গোটা দেশ। নিরাপত্তা বাহিনীর তরফে অভিযান শুরু হয়েছে জঙ্গিদের খোঁজে। উপত্যকায় আরও জোরদার করা হয়েছে নজরদারি।

আরও পড়ুন: বৈশাখীমেলা ঘিরে তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব, গৌতমের সিদ্ধান্তে ক্ষুব্ধ মেয়র পারিষদ

ঘটনার পরেই জরুরি নিরাপত্তা বৈঠক ডাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে তাঁর বাসভবনে ওই বৈঠকে উপস্থিত ছিলেন ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান তপন ডেকা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, সিআরপিএফ প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি নলিন প্রভাত সহ সেনার শীর্ষ আধিকারিকরা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন অনেকেই।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হামলার তীব্র নিন্দা করে বলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই আরও কঠোর হবে।” তিনি অমিত শাহকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। 

জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, “এই নৃশংস হামলার জবাব দিতেই হবে। দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হবে।” আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। এক আহত পর্যটককে পাঠানো হয়েছে জিএমসি অনন্তনাগে।

আরও পড়ুন: জঙ্গি হামলার খোঁজ নিলেন মোদী, সৌদি থেকে মোদীর ফোন পেয়েই পহেলগাঁও রওনা শাহের

হামলায় নিহতদের মধ্যে কর্ণাটকের শিবমোগা জেলার এক ব্যক্তি রয়েছেন, যাঁকে তাঁর স্ত্রী ও সন্তানের সামনে গুলি করে হত্যা করা হয় বলে খবর।

কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা একে ‘অমানবিক ও ঘৃণ্য’ কাজ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “এই হামলাকারীরা পশুর চেয়েও নিকৃষ্ট। কোনও শব্দেই এদের নিন্দা যথেষ্ট নয়।”

জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, “এই নৃশংস হামলার জবাব দিতেই হবে। দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হবে।” আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। এক আহত পর্যটককে পাঠানো হয়েছে জিএমসি অনন্তনাগে।

হামলায় নিহতদের মধ্যে কর্ণাটকের শিবমোগা জেলার এক ব্যক্তি রয়েছেন, যাঁকে তাঁর স্ত্রী ও সন্তানের সামনে গুলি করে হত্যা করা হয় বলে খবর।

কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা একে ‘অমানবিক ও ঘৃণ্য’ কাজ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “এই হামলাকারীরা পশুর চেয়েও নিকৃষ্ট। কোনও শব্দেই এদের নিন্দা যথেষ্ট নয়।”

 

এই মুহূর্তে

আরও পড়ুন