Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeআন্তর্জাতিক নিউজPakistan Deputy PM: পহেলগাঁওয়ের খুনিরা ‘স্বাধীনতা সংগ্রামী’! পাক উপপ্রধানমন্ত্রী ইশাকের দাবি

Pakistan Deputy PM: পহেলগাঁওয়ের খুনিরা ‘স্বাধীনতা সংগ্রামী’! পাক উপপ্রধানমন্ত্রী ইশাকের দাবি

পহেলগাঁওয়ে পর্যটক হত্যাকারী সন্ত্রাসবাদীদের ‘স্বাধীনতা সংগ্রামী’ বললেন পাক উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মহম্মদ ইশাক দার। কিন্তু মঙ্গলবার বৈসরন উপত্যকার ২৬ জনকে খুনের নেপথ্যে ইসলামাবাদের কোনও ভূমিকার কথা স্বীকার করলেন না তিনি!

আরও পড়ুন: ভূস্বর্গে নরকের কীট, পহলগাম হানাতেও নাটের গুরু হাফিজ সইদ, পাক জেলে বসে কলকাঠি নাড়ে

ইশাক বৃহস্পতিবার রাতে বলেন, ‘‘২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাম জেলায় যারা হামলা চালিয়েছে তারা হয়তো স্বাধীনতা সংগ্রামী।’’ মঙ্গলবারের সন্ত্রাসবাদী হামলার জেরে ইসলামাবাদের বিরুদ্ধে সিন্ধু জল চুক্তি স্থগিত-সহ পাঁচ দফা পদক্ষেপ করেছে নয়াদিল্লি। তার জবাবে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারও আকাশসীমায় নিষেধাজ্ঞা, ব্যবসায়িক লেনদেন বন্ধের মতো একগুচ্ছ ‘জবাবি ব্যবস্থা’র কথা ঘোষণা করেছে। কূটনৈতিক টানাপড়নের আঁচে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে নিয়ন্ত্রণরেখা (এলওসি) এবং ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে।

আরও পড়ুন: অবশেষে পাকিস্তানের ভিতর থেকেই এল বড় খবর! জেনারেল মুনিরই বেছে বেছে হিন্দুদের মারতে বলেছিলেন? 

এই আবহে পাক উপপ্রধানমন্ত্রী বৃহস্পতিবার রাতে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে সরাসরি পহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে সমস্ত দায় ঝেড়ে ফেলে তিনি বলেন, ‘‘ভারতের হাতে যদি আমাদের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে, তবে বিশ্বের কাছে সেটা তারা তুলে ধরুক।’’ প্রসঙ্গত, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বুধবারই পহেলগাঁও সন্ত্রাসকে ‘ভারতের বিরুদ্ধে বৃহত্তর বিদ্রোহের অংশ’ হিসাবে চিহ্নিত করেছেন! সেই সঙ্গে তিনি বলেছেন, ‘‘পহেলগাঁওয়ের হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগসূত্রই নেই।’’ যদিও মঙ্গলবার রাতেই পাক সন্ত্রাসবাদী গোষ্ঠী লশকর-এ-ত্যায়বার ‘ছায়া সংগঠন’ ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) পর্যটক হত্যালীলার দায় স্বীকার করেছিল।

এই মুহূর্তে

আরও পড়ুন