পাকিস্তানের মাটিতে জঙ্গিদের লালন-পালন চলে, এ কথা আর শুধু ভারত বা অন্য কোনও দেশ বলছে না। পাকিস্তানিদের কথাতেই ফাঁস হয়ে যাচ্ছে সব। সম্প্রতি পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের ভয়াবহ হামলায় ভারতের ২৭ পর্যটক প্রাণ হারিয়েছেন। সেই জঙ্গিদের খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছে ভারতীয় সেনা। আর সেই আবহেই মুখ ফস্কে সবটা বলে ফেললেন পাকিস্তানের অন্যতম রাজনৈতিক নেতা তথা সে দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো।
কয়েকদিন আগে জঙ্গি-যোগের কথা কার্যত স্বীকার করে নিয়েছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। সেই বক্তব্য তুলে ভারত পাকিস্তানকে তুলোধনা করে রাষ্ট্রপুঞ্জে। আর এবার ভুট্টোর মুখে সেই একই কথা।
আরও পড়ুন: স্কন্দ ষষ্ঠীতে রবি যোগ-পুষ্য নক্ষত্র, ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির
সন্ত্রাসবাদের ইতিহাস যে পাকিস্তানে আছে, এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সে কথা বলেছেন বিলাওয়াল ভুট্টো। ‘স্কাই নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রীর কথা উল্লেখ করে ভুট্টো বলেন, “প্রতিরক্ষামন্ত্রী যে কথা বলেছেন, পাকিস্তানের যে একটা অতীত ছিল… সেটা আর গোপন নেই। তার ফল আমাদের ভুগতে হয়েছে। গোটা পাকিস্তানকে ভুগতে হয়েছে। বারবার চরমপন্থার শিকার হতে হয়েছে। তবে তার থেকে আমরা শিক্ষা নিয়েছি। সংস্কারও করেছি।”
আরও পড়ুন: চাইলেও বন্ধ করতে পারেনি হুক্কা বার, রুফটপ রেস্তোরাঁতেও হোঁচট খাবে না তো রাজ্য?
সরাসরি জঙ্গি যোগের কথা উল্লেখ না করে ভুট্টো বলেন, “এটা সত্যি যে আমাদের দুর্ভাগ্যজনক ইতিহাস আছে। তবে এখন আর পাকিস্তান সেই ইতিহাস বহন করছে না।”
দিন কয়েক আগেই পাক প্রতিরক্ষামন্ত্রীর একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। সেখানে স্কাই নিউজের ওই সাংবাদিকের প্রশ্নের উত্তরে তাঁকে বলতে শোনা যায়, “আমরা আমেরিকার জন্য এই নোংরা কাজ করছি। তিন দশক ধরে করে আসছি। এটা আমাদের ভুল ছিল। আর এর ফলও আমরা পেয়েছি।”