সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর পাকিস্তান সেনা ভারতের বিভিন্ন জায়গায় হামলার চেষ্টা করেছিল। তার মধ্যে অন্যতম অমৃতসরের স্বর্ণমন্দির। শুধু স্বর্ণমন্দির নয়, পঞ্জাবের একাধিক শহরেও ড্রোন ও মিসাইল হামলার চেষ্টা করেছিল। কিন্তু, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তান সেনার প্রত্যেকটি হামলা প্রতিহত করেছে। সোমবার ভারতীয় সেনার তরফে একথা জানানো হল।
আরও পড়ুন: উত্তরবঙ্গে ৫৪ আসনে জেতার দাবি বিরোধী দলনেতার
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে জঙ্গিরা। জঙ্গি হামলার জবাব দিয়ে গত ৭ মে মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি।
ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর ৮ মে মধ্যরাতে স্বর্ণমন্দির-সহ পঞ্জাবের একাধিক শহরে ড্রোন ও মিসাইল হামলার চেষ্টা করে পাকিস্তান সেনা। এদিন অমৃতসরে ভারতীয় সেনার তরফে সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে পাকিস্তান থেকে ছোড়া মিসাইল ও ড্রোনের ধ্বংসাবশেষ দেখানো হয়। ভারতীয় সেনার তরফে বলা হয়, আকাশ মিসাইল সিস্টেম, অত্যাধুনিক এল-৭০ এয়ার ডিফেন্স বন্দুক ব্যবহার করে পাকিস্তানের ড্রোন ও মিসাইলকে ধ্বংস করা হয়।
আরও পড়ুন: গুঁড়িয়ে দেওয়া হবে আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিং-এর সেই সাধের অট্টালিকা, নির্দেশ দিল হাইকোর্ট
১৫ ইনফেন্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল কার্তিক সি শেষাদ্রি বলেন, “আমরা ধারণা করেছিলাম, ভারতের সেনা পরিকাঠামো-সহ সাধারণ মানুষ, ধর্মীয় স্থানকেও পাকিস্তান টার্গেট করতে পারে। তার মধ্যে স্বর্ণমন্দির অন্যতম। স্বর্ণমন্দিরকে রক্ষা করতে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হয়। পাকিস্তান ড্রোন ও দূরপাল্লার মিসাইল ছুড়েছিল। আমরা প্রস্তুত ছিলাম। স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে সব ড্রোন ও মিসাইল ধ্বংস করা হয়। আমাদের পবিত্র স্বর্ণমন্দিরে একটা আঁচড়ও লাগেনি।”
প্রতিবেদনটি সংবাদ সংস্থার তথ্যের ভিত্তিতে লেখা।