Monday, 3 November, 2025
3 November
Homeআন্তর্জাতিক নিউজAfghanistan: সংঘর্ষ বিরতি ভাঙল পাকিস্তান! ফের আফগানিস্তানে হামলা পাকিস্তানের

Afghanistan: সংঘর্ষ বিরতি ভাঙল পাকিস্তান! ফের আফগানিস্তানে হামলা পাকিস্তানের

সংঘর্ষবিরতি ভাঙায় ক্ষাপ্পা আফগানের তালিবান প্রশাসন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সংঘর্ষ বিরতি ভাঙল পাকিস্তান। শুক্রবার ফের আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান। এয়ারস্ট্রাইকে ৩ ক্রিকেটার সহ কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। নিজেরাই সংঘর্ষ বিরতি চেয়ে, আবার সেই সংঘর্ষবিরতি ভাঙায় ক্ষাপ্পা আফগানের তালিবান প্রশাসন। এর যোগ্য জবাব দেবে কাবুল, এমনটাই জানিয়েছেন তালিবানের এক শীর্ষকর্তা।

আরও পড়ুনঃ ব্রহ্মা যোগ ও ইন্দ্র যোগের জাদু, ধনতেরাসে কপাল খুলবে কোন রাশির?

চলতি সপ্তাহে আফগানিস্তান-পাকিস্তানের মধ্যে সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। হামলা, পাল্টা হামলায় বহু মানুষের মৃত্য়ু হয়েছে। পাকিস্তানের বহু সেনারও মৃত্যু হয়। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েই পাকিস্তানের তরফে সংঘর্ষ বিরতির আবেদন করা হয়েছিল। আফগানিস্তান সেই প্রস্তাব গ্রহণ করে। ৪৮ ঘণ্টার জন্য সংঘর্ষ বিরতি ঘোষণা হয়, কিন্তু পাকিস্তান নিজেই সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে আফগানিস্তানে হামলা চালাল।

আফগানিস্তানের তরফে জানানো হয়েছে পাকতিকা প্রদেশের তিন জায়গায় বোমা বর্ষণ করেছে পাকিস্তান। এই হামলায় কমপক্ষে ৮ জনের মৃত্য়ু হয়েছে, যার মধ্য়ে ৩ জন ক্রিকেটার। আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, উরগুন থেকে সারানায় খেলতে গিয়েছিল তারা। নিহত আফগান ক্রিকেটারদের নাম কবীর, হারুন ও সিবঘাতুল্লা।আফগানিস্তান এর জবাব দেবে বলেই জানিয়েছে।

আরও পড়ুনঃ চালু নয়া ওয়েবসাইট; বাড়ি বসেই দেখুন বারাসতের বিখ্যাত সব কালীপুজো, ক্লিক করুন বঙ্গ বার্তার দেওয়া লিঙ্ক-এ

সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার সময়ই তালিবান সরকারের মুখপাত্র জ়াবিহুল্লাহ মুজাহিদ নিজেদের সেনাদের আক্রমণ করতে বারণ করেছিলেন, যদি না পাকিস্তান আগে আক্রমণ করে। তালিবান নেতা প্রকাশ্যেই বলেন, “যদি পাকিস্তান আক্রমণ করে, তাহলে তোমাদের সম্পূর্ণ অধিকার রয়েছে নিজেদের দেশকে রক্ষা করার।”

প্রসঙ্গত, চলতি মাসেই প্রথমবার ভারত সফরে এসেছিলেন আফগানিস্তানের তালিবান বিদেশমন্ত্রী। সেই দিনই আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলা চালায় পাকিস্তান। এরপরে চুপ থাকেনি আফগানিস্তানও। সীমান্তে একের পর এক পাকিস্তানি চেকপোস্ট দখল করেছে।

এদিকে, বৃহস্পতিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষ নিয়ে ভারতকেও দোষারোপ করেছেন। আফগানিস্তানের এই আক্রমণে ভারতের ভূমিকা রয়েছে বলেই দাবি করেন তিনি।  বলেন, সীমান্তে ভারত ‘নোংরা খেলা’ খেলতে পারে।

 

এই মুহূর্তে

আরও পড়ুন