দীপাবলির রাতে আলোয় মোড়া শহর। তারই মধ্যে মেট্রোর কামরায় হঠাৎ ‘অতিথি’। বাঁশদ্রোণী এলাকার মাস্টারদা সূর্য সেন স্টেশনে এক পথকুকুর আচমকা উঠে পড়ে মেট্রোয়। তারপর যা হওয়ার, তাই! আতঙ্কে গোটা কামরায় ছোটাছুটি—সে যেমন করছিল, যাত্রীরাও তেমনই।
প্রত্যক্ষদর্শীদের কথায়, মেট্রো যখন ছেড়ে দিয়েছে, তখনই হঠাৎ চোখে পড়ে ছোটাছুটি করা একটি সারমেয়। কেউ বুঝে উঠতে পারছিলেন না, কী ভাবে সে স্টেশনের নিরাপত্তা বলয় ভেঙে ঢুকে পড়ল প্ল্যাটফর্মে, তার পরে সোজা মেট্রোর কামরায়! যাত্রীদের কটাক্ষ, ‘‘এত নিরাপত্তা তো কাগজে-কলমে!’’
আতঙ্কের ছায়া পড়ে মেট্রোর ভিতরে। অনেকে ভয় পেয়ে ওঠেন, কেউ কেউ আবার কুকুরটিকে ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। চোখেমুখে আতঙ্কের ছাপ ছিল কুকুরটিরও। যাত্রীদের অনুমান, বাইরে বাজি বিস্ফোরণের আওয়াজে ভয় পেয়ে নিশ্চিন্ত আশ্রয় খুঁজতে গিয়েই সে ভুল করে ঢুকে পড়েছিল মেট্রোয়।
শেষমেশ শহিদ ক্ষুদিরাম স্টেশনে থামার পরে কুকুরটিকে নামানো সম্ভব হয়। ঘটনাস্থলে পৌঁছয় মেট্রোর নিরাপত্তা কর্মীরা।
ঘটনায় উঠেছে বড় প্রশ্ন—এত কড়া নিরাপত্তা থাকার পরেও কী ভাবে পথকুকুর ঢুকে পড়ল মেট্রোর ভেতরে? কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, ঘটনার তদন্ত হবে।
যদিও যাত্রীদের মতে, দীপাবলির রাতে এই ‘ভুল যাত্রী’ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, কলকাতা মেট্রোর নিরাপত্তা বলয়ের বাস্তব হালটা কেমন!





