Thursday, 16 October, 2025
16 October
Homeরাজ্যBagdogra: আমাদের আত্মপ্রত্যয়ী হতে হবে জেলা সভাপতি পাপিয়া ঘোষ

Bagdogra: আমাদের আত্মপ্রত্যয়ী হতে হবে জেলা সভাপতি পাপিয়া ঘোষ

এগিয়ে যাব আগামী ২০২৬-এর নির্বাচনে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

বাগডোগরাতে এক কর্মী সভায় জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানালেন আমাদের সবাইকে আত্মপ্রত্যয়ী হয়ে এগিয়ে আসতে হবে। তবে আগামী বছর বিধানসভাতে আমরা ভালো ফলাফল করতে পারবো। বিজেপি এবং সিপিএম বাংলাতে কুৎসা করে চলেছে এবং করেও যাবে, কিন্তু আমাদের সেই দিকে না তাকিয়ে আমাদের শুরু করতে হবে বুথ কমিটির দিকে তাকিয়ে।

আরও পড়ুন: South Dinajpur: গ্যাস কেওয়াইসি-র ফাঁদ! প্রতারকদের হাতে ৮১ হাজার টাকা খোয়ালেন কেবল ব্যবসায়ী

এখান থেকে ভোটের আসল কাজ শুরু হয়, আর আমাদের সেই দিকে তাকিয়ে থাকতে হবে। কারণ কর্মীরাই দলের সম্পদ এটা আমাদের সবাইকে বারবার মনে রাখতে হবে। কারণ তাদের দিকে তাকিয়ে আমরা এগিয়ে যাব আগামী ২০২৬-এর নির্বাচনে। মানুষের পাশে দাঁড়ানোর শপথ মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগেই নিয়েছেন, এবং সেটা তিনি করেও দেখিয়েছেন, কারণ তার মত মানুষের কথা সারা ভারতবর্ষে হয়তো কেউ ভাবেনা। বিধানসভা ভোটে বুথ সভাপতিদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ভূমিকা থাকবে।

আরও পড়ুন: CPI(M): নুন আনতে পান্তা ফুরোয়, তবু সম্মেলনে রাবড়ি-রাজভোগ। কোঁচকালো ভ্রু

প্রতিটা বুথ থেকে ভালো ফলাফল আনতে হবে আমাদের, তবে সেটা দেখার দায়িত্ব শুধু বুথ সভাপতি বা কর্মীদের নয় দায়িত্ব আমাদেরও আছে। তাই সবার কথা ভেবে, মানুষের কথা চিন্তা করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবেই জয় আসবে, আর তার জন্য অন্য কিছুর দরকার নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছবি যথেষ্ট। সেটাই আমাদের আলো দেখাবে  জানালেন জেলা সভাপতি। তিনি আরো জানালেন বাংলায় চলছে মা মাটি মানুষের সরকার, আগামী দিনেও সেটাই চলবে। এদিনের এই গুরুত্বপূর্ণ সবাই উপস্থিত ছিলেন  দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের  সকল পুরুষ এবং মহিলা সদস্যরা।

এই মুহূর্তে

আরও পড়ুন