Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeরাজ্যPara Teachers: সোমবার থেকে ক্লাস বয়কটের ডাক! চাকরি বাতিল নিয়ে সঙ্কটের মধ্যেই...

Para Teachers: সোমবার থেকে ক্লাস বয়কটের ডাক! চাকরি বাতিল নিয়ে সঙ্কটের মধ্যেই চাপ পার্শ্বশিক্ষকদের, বেতন বৃদ্ধির দাবি

পার্শ্বশিক্ষকদের দাবি, এমনিতেই রাজ্যের বহু স্কুলে পর্যাপ্ত সংখ্যক শিক্ষকের অভাব রয়েছে।

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গিয়েছে বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষাকর্মীর। চাকরি বাতিল নিয়ে সঙ্কটের আবহে এ বার প্রতিবাদ শুরু করলেন পার্শ্বশিক্ষকদের একাংশও। বেতন বৃদ্ধি না-করলে অতিরিক্ত কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছেন তাঁরা। পাশাপাশি, আগামী সপ্তাহে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ক্লাস বয়কট করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

আরও পড়ুন: পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় দু’বছরেই বন্ধ স্প্যানিশ কোর্স! কেন?

বেতন বৃদ্ধির দাবিতে আগামী সপ্তাহের সোম, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রবার— এই চার দিন স্কুল বয়কটের ডাক দিয়েছেন পার্শ্বশিক্ষকেরা। পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের আহ্বায়ক ভগীরথ ঘোষ বলেন, “দীর্ঘ দিন ধরে আমরা বঞ্চিত। বর্তমানে শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর সংখ্যা কমে যাওয়ায় অতিরিক্ত সব কাজ আমাদেরই করতে হচ্ছে। অথচ ২০১৮ সালে যৎসামান্য টাকা বৃদ্ধির পর আর আমাদের দিকে ফিরেও তাকাচ্ছে না সরকার। তাই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেই আমরা কর্মবিরতির পথে।’’

পার্শ্বশিক্ষকদের দাবি, এমনিতেই রাজ্যের বহু স্কুলে পর্যাপ্ত সংখ্যক শিক্ষকের অভাব রয়েছে। তা ছাড়া, সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পর থেকে তাঁদের উপর চাপ আরও বাড়তে শুরু করেছে। নিয়ম অনুযায়ী, অষ্টম শ্রেণি পর্যন্ত সপ্তাহে মোট ২০টি ক্লাস নিতে হয় পার্শ্বশিক্ষকদের। সেখানে নবম, দশমের পাশাপাশি একাদশ-দ্বাদশ শ্রেণিরও ক্লাস নিতে হচ্ছে তাঁদের। অথচ সেই তুলনায় মাত্র ১৩ হাজার টাকা বেতন পাচ্ছেন তাঁরা। অবিলম্বে বেতন বৃদ্ধির দাবিতে তাঁরা সোমবার থেকে চার দিন ক্লাস বয়কটের ডাক দিয়েছেন।

আরও পড়ুন: উধাও অ্যান্টেনা, স্মৃতিতে সাদাকালো টিভি

বর্তমানে রাজ্যে প্রায় ৪২ হাজার পার্শ্বশিক্ষক রয়েছেন। ২০১৮ সালে শেষবার বেতন বৃদ্ধি হয়েছিল তাঁদের। তার পর থেকে প্রতি বছরে ৩ শতাংশ করে বেতন বৃদ্ধি হয়। কিন্তু বৃদ্ধির পরেও প্রাথমিকে মাত্র ১০ হাজার টাকা এবং উচ্চপ্রাথমিকে ১৩ হাজার টাকা করে বেতন পান পার্শ্বশিক্ষকেরা। বেতন বৃদ্ধির দাবিতে তাঁরা চলতি মাসের ৭, ৮ এবং ৯ তারিখেও ক্লাস বয়কট করেছিলেন। তাতেও সরকার তাদের আবেদনে সাড়া না দেওয়ায় ফের এক বার ক্লাস বয়কটের পথে হাঁটতে চলেছেন তাঁরা।

এই মুহূর্তে

আরও পড়ুন