কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:
কয়েকদিন আগেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাতায়াতের জন্য বাস পরিষেবা শুরু হয়েছে। গত ৩০ মে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম ছয়টি বাস পরিষেবা শুরু করেছে। আর ছয় দিনেই সেই ছয়টি বাস উপার্জন করেছে প্রায় ছয় লক্ষ টাকা। শুক্রবার দিঘায় সাংবাদিক বৈঠকে সে কথা জানালেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। কোথা থেকে কত দূর পর্যন্ত চলছে এই বাস?
আরও পড়ুন: ইরানের পরমাণু ঘাঁটিতে এয়ার স্ট্রাইক ইজরায়েলের
রাজ্য পরিবহণ দপ্তর দিঘা-সহ ছয়টি রুটের জন্য ৯ কোটি টাকা ব্যয়ে বিলাসবহুল ভলভো বাস পরিষেবা চালু করেছে। এ দিন সাংবাদিক বৈঠক থেকে পার্থপ্রতিম রায় জানান, দুই বঙ্গের ভ্রমণ পিপাসুদের কথা মাথায় রেখে ছয়টি আধুনিক উন্নত মানের ভলভো বাস চালু করা হয়েছে। দিঘায় জগন্নাথ ধাম দর্শনে যে ভাবে মানুষের ভিড় বাড়ছে, তাতে আগামিদিনে উপার্জনের পরিমাণ অনেকটাই বাড়বে।
বাসগুলি কোচবিহার-দিঘা, আলিপুর-দিঘা, শিলিগুড়ি-দিঘা, রায়গঞ্জ-দিঘা এবং মালদা-দিঘা রুটে চলবে। কোচবিহার থেকে দিঘায় যেতে সময় লাগবে প্রায় ১৬ ঘণ্টা। এ দিকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ ও মালদা থেকে দিঘায় পৌঁছতে ১৬ ঘণ্টা না লাগলেও এক থেকে দু’ঘন্টা সময়ের হেরফের হতে পারে।
আরও পড়ুন: মেঘানিনগরের ভিডিয়ো দেখে আতঙ্কিত দমদমের আশপাশের লোকজন
বিলাসবহুল এই ভলভো বাসে চালক ও কন্ডাক্টর ছাড়াও ৪৩টি বসার জায়গা রয়েছে। যেখানে পুশব্যাক সিটের পাশাপাশি থাকছে রিডিং লাইট। অনলাইন কিংবা অফলাইন দু’ভাবেই যাত্রীরা বাসের টিকিট কাটতে পারবেন। সরকারি এই বাসে যাত্রীরা বেসরকারি বাসের থেকে অন্তত ৩০-৪০ শতাংশ কম ভাড়ায় যাতায়াত করতে পারবেন। তবে এখন পুজো পর্যন্ত যাত্রীরা নির্ধারিত ভাড়ার ২৫ শতাংশ কমে যাতায়াত করতে পারবেন। দু বছরের নীচে বাচ্চাদের ভাড়া লাগবে না। WWW.redbus.in গিয়েও যাত্রীরা বুকিং করতে পারবেন। এ বার থেকে দিঘার জগন্নাথ ধাম দর্শন থেকে পাহাড় ভ্রমণ সবটাই পর্যটকদের কাছে অনেকটা সহজ হয়ে উঠবে।