ভেনেজুয়েলায় চলা মার্কিন দাপট নিয়ে অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি। গোটা ঘটনার উপর নজর রয়েছে বলেও জানিয়ে দিল দেশের বিদেশমন্ত্রক। রবিবার সকালে ভেনেজুয়েলার ঘটনায় একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে বিদেশমন্ত্রক। নিজের সমাজমাধ্যমেও সেই বিজ্ঞপ্তি তুলে ধরেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
আরও পড়ুনঃ মার্কিন আগ্রাসনের প্রতিবাদ, ভেনেজুয়েলা ইস্যুতে গর্জে উঠল বামেরা
শান্তি প্রতিষ্ঠার পক্ষে সওয়াল
ভেনেজুয়েলার মানুষের শান্তি ও নিরাপত্তা কাম্য করেছে নয়াদিল্লি। সঙ্গে এই ঘটনায় ‘গভীর ভাবে উদ্বেগ’ প্রকাশ করেছে বিদেশমন্ত্রক। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উভয় পক্ষকে আলোচনার মাধ্য়মে শান্তিপূর্ণ ভাবে সমস্যা সমাধানের জন্য অনুরোধ করা হচ্ছে। ভেনেজুয়েলায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেই এই আবেদন।’
পাশাপাশি, শুক্রবার মধ্যরাত থেকে চলা প্রতিটি ঘটনার উপর ভারত নজর রেখেছে বলেই জানিয়েছে নয়াদিল্লি। এমনকি, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে নয়াদিল্লির পাঠানো দূত যোগাযোগ রেখেছে এবং প্রয়োজনে সহযোগিতা করতেও প্রস্তুত বলে জানিয়েছে সাউথ ব্লক।
কী চলছে ভেনেজুয়েলায়?
শুক্রবার মধ্য়রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে পরপর সাতটি বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেছিলেন, তাঁরা বেশ কয়েক বিমান উড়ে যেতে দেখেছিলেন। ঘণ্টাখানেক পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সমাজমাধ্য়মে লেখেন, ‘ভেনেজুয়েলা এবং ওদের নেতার বিরুদ্ধে বৃহৎ পরিসরে একটি হামলা চালানো হয়েছে।’ পাশাপাশি, মার্কিন ডেল্টা ফোর্স ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফোর্সকে তুলে নিয়ে গিয়েছে বলেও দাবি করেন তিনি।
এরপর থেকেই বদলে আন্তর্জাতিক রাজনীতির পটচিত্র। মাদুরোকে ‘অবৈধ শাসক’ বলে দাগিয়ে আটক করেছে ট্রাম্পের সেনা। যা ঘিরে বিশ্ব জুড়ে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে উঠেছে নিন্দার ঝড়। এমনকি, ভারতীয় সময় অনুযায়ী রাত ১২টা নাগাদ ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন ভেনেজুয়েলা এবার ‘আমেরিকাই চালাবে’।









