Tuesday, 4 November, 2025
4 November
Homeউত্তরবঙ্গPhansidewa: কাজ নেই এলাকায়, নিখোঁজ ফাঁসিদেওয়ার তরুণ

Phansidewa: কাজ নেই এলাকায়, নিখোঁজ ফাঁসিদেওয়ার তরুণ

২২ অগাস্ট থেকে তার আর কোনও খোঁজ নেই।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

জেলায় সেভাবে কাজ নেই। তাই পেটের দায়ে ভিনরাজ্যে কাজ করতে যাচ্ছেন শ্রমিকরা। এমনই এক জন ফাঁসিদেওয়ার বাসিন্দা পিন্টু বিশ্বকর্মকার। সপ্তাহ ২ আগে জ্যোতিনগরের এক ঠিকাদারের মাধ্যমে মহারাষ্ট্রের আক্কালকোট এলাকায় রাজমিস্ত্রির কাজ করতে যায় পিন্টু। ২২ অগাস্ট থেকে তার আর কোনও খোঁজ নেই।

আরও পড়ুনঃ গ্রুপ সি ও ডি শিক্ষাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসির

পিন্টুর বন্ধুরাই মহারাষ্ট্রে পুলিশের কাছে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ করেছেন। ভিনরাজ্যে কাজে গিয়ে শ্রমিক নিখোঁজ হওয়ার এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। শুক্রবার ফাঁসিদেওয়া থানার পুলিশ ওই পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে খোঁজখবর করে।

আরও পড়ুনঃ উদ্দাম যৌনতা দেখে ফেলেছিল স্বামী, ভয়ঙ্কর পরিণতি প্রেমিকের! স্বামী-স্ত্রীকে শিক্ষা দিল আইন

মা ছাড়াও বাড়িতে পিন্টুর এক বোন এবং ৪ ভাই রয়েছে। সংসার চালাতে নির্মাণকাজকেই পেশা হিসেবে বেছে নিয়েছে পিন্টু। কিন্তু এমনটা যে হতে পারে ঘুনাক্ষরেও ভাবেনি পিন্টুর পরিবার। পিন্টুর মা সুমতি বিশ্বকর্মকার বলেন, “সংসারে একমাত্র আয়ের ভরসা ছেলেই। সরকারের কাছে ছেলেকে ফিরিয়ে দেওয়ার আর্জি জানাচ্ছি।’ বাণেশ্বরজোতের স্থানীয় নকুল বিশ্বকর্মা বলেন, “কাজ না পেয়ে পেটের দায়ে ছেলেটা বাইরের রাজ্যে গিয়েছিল। আমরা চাই গ্রামের ছেলে গ্রামে ফিরে আসুক।”

এই মুহূর্তে

আরও পড়ুন