রামনবমী ও ইদের আগে বিভিন্ন মহল থেকে অশান্তি ও গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছে জানিয়ে রাজ্যবাসীকে সতর্ক করল রাজ্য পুলিশ। কোনও গুজবে কান না দিতে আবেদন করা হয়েছে পুলিশের তরফে। পাশাপাশি, অশান্তির আঁচ পেলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর আর্জিও জানানো হয়েছে।
আরও পড়ুন: প্রলয়ের আগাম আঁচ! সমুদ্রের মধ্যে কিছুতো ঘটছে
কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাও কলকাতাবাসীকে এ দিন একটি অনুষ্ঠান থেকে বিশেষ বার্তা দিয়েছেন। মনোজ বলেন, ‘আমরা তৈরি আছি। সব দিকে নজর রাখা হচ্ছে। মানুষকে বলব, সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে সতর্ক থাকুন। গুজবে কান দেবেন না। গুজব ছড়ানো থেকে দূরে থাকুন।’ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ‘মিথ্যা খবর’ ছড়িয়ে দেওয়া হতে পারে সমাজমাধমে, সেই ব্যাপারে সতর্ক করা হয়েছে শহরবাসীকে।
অন্যদিকে, শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম এবং এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। সুপ্রতিম বলেন, ‘বিভিন্ন জায়গায় এমন কিছু পোস্টার বা প্ল্যাকার্ড লাগানোর কথা আমরা জানতে পেরেছি, যাতে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক বিদ্বেষ, শত্রুতার বাতাবরণ তৈরি হয়। এমন কিছু কাজের কথাও জানতে পেরেছি, যাতে সাম্প্রদায়িক শান্তি নষ্ট হতে পারে। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে।’
আরও পড়ুন: ‘ওই যে আকাশের গায়ে’, আরবে দেখা গেল একফালি চাঁদ, ইদ কবে?
এই পরিস্থিতিতে আগামী দশ দিন বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে পুলিশ। জাভেদ শামিম বলেন, ‘আমরা পুলিশের সব ইউনিটকে সতর্ক থাকতে বলছি। যাতে কোনওরকম অশান্তিমূলক ঘটনা না ঘটে, জনসাধারণকেও সেই ব্যাপারে সচেতন থাকতে হবে। আজকের সমাজমাধ্যমের যুগে একটি গুজব বড় কোনও অশান্তি সৃষ্টি করতে পারে। তা খেয়াল রাখতে হবে।’
এই পরিস্থিতিতে আগামী দশ দিন বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে পুলিশ। জাভেদ শামিম বলেন, ‘আমরা পুলিশের সব ইউনিটকে সতর্ক থাকতে বলছি। যাতে কোনওরকম অশান্তিমূলক ঘটনা না ঘটে, জনসাধারণকেও সেই ব্যাপারে সচেতন থাকতে হবে। আজকের সমাজমাধ্যমের যুগে একটি গুজব বড় কোনও অশান্তি সৃষ্টি করতে পারে। তা খেয়াল রাখতে হবে।’ জাভেদ শামিম জানিয়েছেন, সাম্প্রদায়িক বিষয়ে শ্যামপুর থানায় একটি মামলা রুজু হয়েছে দুজনের বিরুদ্ধে। তার তদন্ত শুরু হয়েছে। উৎসবের মরশুমে শান্তি বিঘ্নিত করার চেষ্টা যে হচ্ছে তা পরিষ্কার। তাই সকলকে সতর্ক থাকতে হবে। অন্যদিকে সুপ্রতিম সরকার অবগত করেন, সম্প্রীতির পরিবেশ নষ্ট করার অভিযোগে ১৯৬ (১), ২৯৯, ৩৫৩, ৩৫৩ (২), ৬১ (২) – বিএনএসে মোট ৫টি ধারায় মামলা রুজু হয়েছে। তবে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের পরিচয় এখন বলা সম্ভব নয়।
পুলিশ তরফে এও জানানো হয়, আগামী ১০ দিন খুব গুরুত্বপূর্ণ। সব জেলায় সতর্কতামূলক বার্তা পাঠানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট না দিতেও অনুরোধ করা হয়েছে। তাঁদের বার্তা, মিছিল করার অনেক বিধি-নিষেধ আছে। উৎসবের মানে উদযাপন করা। ইদ- রামনবমী যাতে এক সঙ্গে মিলে মিশে উৎযাপন করা যায়, সেটাই লক্ষ্য রাখতে হবে।