Tuesday, 4 November, 2025
4 November
Homeআন্তর্জাতিক নিউজNarendra Modi: গালওয়ান সংঘাত অতীত, ৭ বছর পর চিনে পা রাখলেন মোদী

Narendra Modi: গালওয়ান সংঘাত অতীত, ৭ বছর পর চিনে পা রাখলেন মোদী

মোদীর এই সফর এমন সময়ে যখন ওয়াশিংটনের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপড়েন দেখা দিয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শুল্ক ইস্যুতে আমেরিকার সঙ্গে ভারতের কূটনৈতিক চাপানউতোরের মধ্যেই সাত বছর পর চিনের মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জাপান থেকে তিনি চিনের তিয়ানজিনে পৌঁছন। রবিবার ও সোমবার তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলন রয়েছে। সেই সম্মেলনে যোগ দিতেই এদিন চিনে পৌঁছন মোদী। সম্মেলনের মাঝে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা প্রধানমন্ত্রীর। শুল্ক ইস্যুতে আমেরিকার সঙ্গে ভারতের কূটনৈতিক চাপানউতোরের মধ্যেই সাত বছর পর চিনের মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জাপান থেকে তিনি চিনের তিয়ানজিনে পৌঁছন। রবিবার ও সোমবার তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলন রয়েছে। সেই সম্মেলনে যোগ দিতেই এদিন চিনে পৌঁছন মোদী। সম্মেলনের মাঝে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা প্রধানমন্ত্রীর।

আরও পড়ুনঃ ‘মিশন সুদর্শন চক্র’! দেশে তৈরি ‘আয়রন ডোম’ প্রথম পরীক্ষায় সফল; নিশ্ছিদ্র করবে ভারতের আকাশ

২ দিনের জাপান সফর সেরে এদিন তিয়ানজিনে পা রাখেন মোদী। এর আগে ২০১৮ সালের এপ্রিলে তিনি চিন সফরে গিয়েছিলেন। এই সাত বছরে চিনের সঙ্গে ভারতের প্রকৃত সীমান্ত রেখায় উত্তেজনা দেখা গিয়েছে। ধীরে ধীরে দুই দেশই দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে পা বাড়িয়েছে। জাপান সফরে গিয়েও ভারত ও চিনের মধ্যে স্থিতিশীল ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন মোদী। সেদেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বের দুটি সর্ববৃহৎ দেশ, দুই প্রতিবেশীর স্থিতিশীল ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও সমৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।”

এই আবহে এদিন তিয়ানজিনে পা রেখে এক্স হ্যান্ডলে মোদী লেখেন, SCO সম্মেলনে আলোচনার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। বিশ্বের একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করার কথাও জানিয়েছেন। ১ সেপ্টেম্বর পর্যন্ত চিনে থাকবেন মোদী। শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দুই দেশের সম্পর্ক আরও সহজ করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হওয়ার কথা।

আরও পড়ুনঃ সব জায়গায় মন্দির, শিবলিঙ্গ খোঁজার প্রয়োজন নেই, বললেন RSS প্রধান

রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করায় আমেরিকায় ভারতীয় পণ্যে শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেছেন ট্রাম্প। আবার শুল্ক নিয়ে চিনের সঙ্গেও আমেরিকার চাপানউতোর চলছে। এই পরিস্থিতিতে SCO সম্মেলনে একসঙ্গে দেখা যাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মোদী ও জিনপিংকে। প্রসঙ্গত, তিয়ানজিনে SCO সম্মেলনে মধ্য এশিয়া, মধ্য প্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রনেতারা অংশ নিচ্ছেন।

 

এই মুহূর্তে

আরও পড়ুন