অপারেশন সিঁদুর-পরবর্তী ভারত-পাক সংঘর্ষের বিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা করার দাবি মানেনি নয়াদিল্লি। কিন্তু বৃহস্পতিবার সেই ট্রাম্পকেই ফোন করে গাজ়ায় শান্তিপ্রতিষ্ঠায় তাঁর সাফল্যের জন্য অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-মার্কিন শুল্কযুদ্ধ এবং বাণিজ্যচুক্তি নিয়ে অচলাবস্থার আবহে দুই রাষ্ট্রনেতার কথোপকথন ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
আরও পড়ুনঃ ধর্মতলায় ধুন্ধুমার! পার্শ্বশিক্ষকদের ১১টি সংগঠনের নবান্ন অভিযানে ‘পুলিশি বাধা’
বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টকে ফোন করেন প্রধানমন্ত্রী গাজা শান্তিচুক্তির প্রথম দফার সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। মোদী নিজে এক্স পোস্টে লিখেছেন, ‘‘আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছি এবং ঐতিহাসিক গাজ়ায় শান্তি প্রতিষ্ঠার পরিকল্পনায় সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি।’’
এর পাশাপাশি ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘বাণিজ্য আলোচনায় অর্জিত ইতিবাচক অগ্রগতিও পর্যালোচনা করেছি। আগামী সপ্তাহগুলিতে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।’’
আরও পড়ুনঃ মোদীকে টেক্কা তেজস্বীর! ক্ষমতায় এলে প্রতি পরিবারকে সরকারি চাকরি
প্রসঙ্গত, ট্রাম্পের দেওয়া রফাসূত্র মেনে বুধবার গাজ়ায় শান্তি চুক্তির প্রথম দফা কার্যকর করতে একমত হয়েছিল ইজরায়েল এবং প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ট্রাম্পের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘‘আমেরিকা দীর্ঘজীবী হোক।’’ সংঘর্ষবিরতির প্রথম দফায় গাজ়ার কিছু অংশ থেকে তাদের সেনা প্রত্যাহার করবে তেল আভিভ। পরিবর্তে সমস্ত ইজ়রায়েলি পণবন্দিকে মুক্তি দেবে হামাস। ট্রাম্পের এই সাফল্যকে অভিনন্দন জানিয়ে মোদীর ফোন নয়াদিল্লি-ওয়াশিংটন বাণিজ্যচুক্তির খসড়া চূড়ান্ত করার অনুঘটক হয় কি না, তা নিয়েই এখন কৌতূহল।
ট্রাম্পের পাশাপাশি গাজ়ায় শান্তিচুক্তির জন্য বৃহস্পতিবার নেতানিয়াহুকে ফোন করেও অভিনন্দন জানিয়েছেন নেতানিয়াহু। ইজ়রায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, মোদীর ফোন পেয়ে মন্ত্রিসভার বৈঠক থামিয়ে তাঁর সঙ্গে কথা বলেন নেতানিয়াহু।