ফের বাংলায় নরেন্দ্র মোদী। শুক্রবার কলকাতায় এসে একসঙ্গে উদ্বোধন করলেন তিনটি মেট্রো রুটের- নোয়াপাড়া–জয় হিন্দ বিমানবন্দর, শিয়ালদহ–এসপ্ল্যানেড এবং বেলেঘাটা–(রুবির মোড়) হেমন্ত মুখোপাধ্যায়।
সেই সূত্রে এদিন থেকে কলকাতার যোগাযোগ ব্যবস্থায় নতুন অধ্যায়ের পথ চলা শুরু হল। এগুলি হল- হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় হয়ে বেলেঘাটা, আর নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর। অর্থাৎ অল্প সময়ের মধ্যেই এবার শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে পৌঁছানো যাবে।
আরও পড়ুনঃ সিপিএমের দাবি ইস্ট–ওয়েস্ট মেট্রো হল বাম সরকারের সাফল্য
এদিন বিকেল চারটে কুড়ি মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছন প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, মুখ্যসচিব মনোজ পন্থ, ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তবে আমন্ত্রণ জানানো হলেও উদ্বোধনী মঞ্চে যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, নীতিগত কারণেই মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন।
শহরের ট্রাফিকের বোঝা কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি রুটের মধ্যে হাওড়া ময়দান–সেক্টর ফাইভ পরিষেবা চালু হচ্ছে শুক্রবার থেকেই। নোয়াপাড়া–বিমানবন্দর এবং কবি সুভাষ–বেলেঘাটা রুট শুরু হবে আগামী সোমবার।
নতুন মেট্রোর সময়সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। হাওড়া থেকে সল্টলেক রুটে সকাল ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ১৯ মিনিট পর্যন্ত মিলবে ট্রেন। বিমানবন্দর–নোয়াপাড়া রুটে সকাল ৭টা ৫৮ থেকে রাত ৮টা ১০ মিনিট, আর কবি সুভাষ–বেলেঘাটা রুটে সকাল ৮টা থেকে রাত ৮টা ২৮ মিনিট পর্যন্ত মিলবে মেট্রো। যাত্রীদের চাহিদা অনুযায়ী ব্যস্ত রুটে সময়ের ব্যবধান কমানো হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ বেসরকারিকরণের পথে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের শিলিগুড়ি ডিভিশন?
ভাড়ার তালিকাও ঘোষণা করা হয়েছে। ন্যূনতম ভাড়া ৫ টাকা, সর্বোচ্চ ৭০ টাকা। বিমানবন্দর থেকে যশোর রোড যেতে খরচ হবে মাত্র ৫ টাকা। এসপ্ল্যানেড যেতে ৪০ টাকা, হাওড়া ৫০ টাকা, আর সেক্টর ফাইভের জন্য গুনতে হবে ৭০ টাকা।
মোদীর এই সফরের রাজনৈতিক গুরুত্বও যথেষ্ট। বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট। শুক্রবারের উদ্বোধনের পরেই তিনি জনসভা করবেন দমদম সেন্ট্রাল জেল ময়দানে। বিজেপি শিবিরের আশা, এই সফর ভোটের আগে বাংলার মানুষের কাছে বড় বার্তা বহন করবে।