spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
HomeদেশDelhi Blast: মোদীর ফোন গেল শাহের কাছে; শোকপ্রকাশ মমতারও

Delhi Blast: মোদীর ফোন গেল শাহের কাছে; শোকপ্রকাশ মমতারও

ইতিমধ্যেই জানা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দিল্লির লালকেল্লার মেট্রোর কাছে ভয়াবহ বিস্ফোরণ। ধোঁয়ায় ঢেকে গোটা এলাকা। চারদিকে ছড়িয়ে দেহাংশ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এখনও পর্যন্ত মৃত বেড়ে দশ। ইতিমধ্যেই জানা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে।

আরও পড়ুনঃ কোথাও হাড়, কোথাও মাংস, শুধু রক্ত আর রক্ত; অভিশপ্ত সোমবার দিল্লিতে

জানা যাচ্ছে, দিল্লি পুলিশ কমিশনারের থেকে প্রাথমিক রিপোর্ট নিয়েছেন তিনি। পাশাপাশি তিনি গোয়েন্দা ব্যুরো প্রধান ও এনএসজি, এনআইএ এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলেছেন তিনি।

অপরদিকে, মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনার পর গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “নয়াদিল্লিতে মর্মান্তিক বিস্ফোরণের খবর শুনে গভীরভাবে আমি মর্মাহত। যে সকল পরিবার নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন সেই সকল পরিবারগুলির প্রতি আমার সমবেদনা রইল।আহতদের দ্রুত আরোগ্য এবং শক্তি কামনা করছি।

আরও পড়ুনঃ জারি ‘হাই অ্যালার্ট’; দিল্লিতে লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ, অন্তত ৯ জনের মৃত্যু, আহত বহু

এখানে উল্লেখ্য, আজ অর্থাৎ সোমবার সকালে হরিয়ানার ফরিদাবাদে অভিযান চালিয়ে জম্মু-কাশ্মীর পুলিশ বিপুল বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করে। উত্তর প্রদেশের সাহারানপুর থেকে ডঃ আদিল আহমেদ রাঠের নামক এক কাশ্মীরী চিকিৎসককে গ্রেফতার করা হয়েছিল। তাঁর সূত্র ধরেই এদিন দিল্লির অদূরে অভিযান চালানো হয়।

এর মধ্যেই সন্ধে নাগাদ এল এমন বিস্ফোরক খবর। লালকেল্লার মেট্রো স্টেশনের সামনে জোড়া গাড়িতে বিস্ফোরণ হয়। আগুন ধরে যায় এলাকায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কেঁপে ওঠে আশাপাশের দোকানের কাচ। প্রত্যক্ষদর্শীরা ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। কেউ বলছেন, চারিদিকে পড়ে রয়েছে কাটা মাংস। কেউ বলছেন, পড়ে রয়েছে কাটা হাত। গোটা রাস্তা ভেসে গিয়েছে রক্তে।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন