spot_img
Friday, 16 January, 2026
16 January
spot_img
Homeআন্তর্জাতিক নিউজModi-Zelenskyy: চিনে পা রাখতেই প্রধানমন্ত্রীর কাছে ফোন জ়েলেনস্কির

Modi-Zelenskyy: চিনে পা রাখতেই প্রধানমন্ত্রীর কাছে ফোন জ়েলেনস্কির

ইউক্রেন যে রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত, সে কথাও প্রধানমন্ত্রী মোদীর মাধ্যমে পৌঁছে দেন জ়েলেনস্কি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে চিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তাঁর সঙ্গে দেখা হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ভারত সফরেও আসতে চলেছেন পুতিন। তাঁর সঙ্গে সাক্ষাতের ঠিক আগেই প্রধানমন্ত্রীর কাছে ফোন এল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির।

আরও পড়ুনঃ কেউ প্রাক্তন মন্ত্রীর কন্যা, কেউ কাউন্সিলর, কেউ বা জেলে যাওয়া পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ! ‘দাগির’ তালিকায় শাসক অঙ্ক

গতকাল শনিবার,সন্ধ্য়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বর্তমান পরিস্থিতি কী, তা নিয়ে আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার। প্রধানমন্ত্রী মোদী জ়েলেনস্কিকে ধন্যবাদ জানান এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সংঘাতের সমাধানই যে ভারতের অবস্থান, তা আরও একবার আশ্বাস দিয়ে জানান। সংঘাত থামানোর পক্ষে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে বলেও প্রধানমন্ত্রী মোদী জানান।

জ়েলেনস্কিও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সদর্থক ছিল। সম্প্রতিই ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে তাঁর কী আলোচনা হয়েছিল, তাও প্রধানমন্ত্রী মোদীকে জানান তিনি। ইউক্রেন যে রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত, সে কথাও প্রধানমন্ত্রী মোদীর মাধ্যমে পৌঁছে দেন জ়েলেনস্কি।

আরও পড়ুনঃ গালওয়ান সংঘাত অতীত, ৭ বছর পর চিনে পা রাখলেন মোদী

প্রসঙ্গত, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিটে যোগ দিতেই চিনের তিয়ানজিনে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও দেখা হবে। তার আগেই জ়েলেনস্কির এই ফোন। রাশিয়া-ইউক্রেনের সংঘাত শুরুর পর থেকে ভারত একাধিকবার মধ্যস্থতা করার চেষ্টা করেছে।

এই মুহূর্তে

আরও পড়ুন