Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeগল্পকবিতাঃ 'নতুন ভাইরাস'

কবিতাঃ ‘নতুন ভাইরাস’

লকডাউন হবে আবার শুরু বার্তা আসে তাই অগ্রীমে।

‘নতুন ভাইরাস’

– সৌমেন মুখোপাধ্যায়

নতুন রূপে নতুন সাজে
নতুন বছরে হল দরশন।
নামকরণ আজ বদলে গেছে
শরীরে লাগায় পরশন।

মহারাষ্ট্রে হল শুরু
ছড়াবে সারা বিশ্বে।
নামকরণ আজ নতুন হল
এইচ. এম. পি. ভি. এই দৃশ্যে।

ছোট্ট শিশু হয় আক্রান্ত
বয়সটা তার আট মাস,
সর্দি – কাশি- জ্বর এই লক্ষণ
ওষুধ নেই কোন আশপাশ।

সতর্কতার অনেক বাণী
দেশবাসী গেছে চমকে,
লকডাউন হবে আবার শুরু
বার্তা আসে তাই অগ্রীমে।

________

এই মুহূর্তে

আরও পড়ুন