Wednesday, 15 October, 2025
15 October
Homeউত্তরবঙ্গNorth Bengal: প্রতিবাদী গান বানিয়ে বিপাকে উত্তরবঙ্গের ভাইরাল রাজবংশী শিল্পী মনীন্দ্র বর্মন;...

North Bengal: প্রতিবাদী গান বানিয়ে বিপাকে উত্তরবঙ্গের ভাইরাল রাজবংশী শিল্পী মনীন্দ্র বর্মন; শিল্পীর পাশে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য

প্রতিবাদী গান বানিয়ে বিপাকে উত্তরবঙ্গের ভাইরাল রাজবংশী শিল্পী মনীন্দ্র বর্মন। শিল্পীর পাশে দাঁড়ালেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

প্রতিবাদী গান বানিয়ে বিপাকে উত্তরবঙ্গের ভাইরাল রাজবংশী শিল্পী মনীন্দ্র বর্মন। শিল্পীর পাশে দাঁড়ালেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সরকার বিরোধী গান করবার জন্য তার বিরুদ্ধে থানায় এফ আই আর করে পুলিশ।

আরও পড়ুন: ২১ বছরের ছেলের শোকে সব শেষ, ঘরে উদ্ধার বাবা-মা-ঠাকুমার ঝুলন্ত দেহ! গোঘাটে মর্মান্তিক কাণ্ড

পরে মনিন্দ্র বর্মনের এলাকার মানুষ এগিয়ে আসলে পুলিশ মনীন্দ্র বর্মনকে ছেড়ে দিতে বাধ্য হয়। ব্যাপারটা সম্পূর্ণ অন্যদিকে মোড় নিচ্ছে  বুঝতে পেরেই  আসরে নেমে পড়েন  তৃণমূল কংগ্রেসের  নেতৃত্ব। তারা বোঝাতে চেষ্টা করেন  সেই ধরনের কিছু হয়নি। এটা নিছক  হওয়ার ছিল বলে হয়ে গেছে। তবে এই বিপদের সময়  মনিন্দ্র বর্মনের পাশে দাঁড়ালেন কলকাতার বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

আরও পড়ুন: কলেজ ছাত্রীকে যৌন হেনস্থা; বিপাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ

সোশ্যাল মিডিয়াতে মনিন্দ্র বর্মনের উদ্দেশ্যে এক উক্তি পোস্ট করে তিনি লেখেন, আপনি একজন শিল্পী, আর শিল্পী সাথে কিছু হয় না, হতে পারে না। তাই আপনি আপনার মত করে  লেখা চালিয়ে যান। বাদবাকি কি কি দরকার হবে আমরা সেটা দেখে নেব । এদিকে বিকাশ বাবুর এই মন্তব্যকে ভালো চোখে দেখছে না  কেউই।

এই মুহূর্তে

আরও পড়ুন