পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাতে ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলিতে আঘাত হেনেছে। ভারতীয় সেনার তরফে এক্স হ্যান্ডেলে এই তথ্য জানানো হয়েছে।
অভিযানের মাঝেই, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি সেক্টরের ভিম্বের গলিতে পাকিস্তান সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে কামান থেকে গোলাবর্ষণ শুরু করেছে। ভারতীয় সেনাবাহিনী এর উপযুক্ত জবাব দিচ্ছে বলে জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ভারত-পাকিস্তান সীমান্তে বায়ুসেনার সমস্ত ইউনিটকে সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে পাকিস্তানের যেকোনো হামলার তাৎক্ষণিক জবাব দেওয়া যায়।
উল্লেখ্য, গত ২২শে এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং পাকিস্তান একাধিকবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।
মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’ চালায়। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, যে স্থানগুলি থেকে ভারতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও নির্দেশ দেওয়া হচ্ছিল, সেখানেই আঘাত হানা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই পদক্ষেপ সুনির্দিষ্ট, পরিমিত এবং অপ্ররোচনামূলক। পাকিস্তানি সেনাবাহিনীর কোনো কাঠামোকে নিশানা করা হয়নি এবং লক্ষ্যবস্তু নির্ধারণে ভারত সংযম দেখিয়েছে।
যদিও কিছু সমাজমাধ্যম সূত্রে খবর, ভারতের ক্ষেপণাস্ত্র পাকিস্তানের পাঞ্জাবের বহাওয়ালপুর এবং পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে আঘাত হেনেছে। তবে প্রতিরক্ষা মন্ত্রকের আনুষ্ঠানিক বিবৃতিতে কোনো নির্দিষ্ট শহরের নাম উল্লেখ করা হয়নি।