রবিবার থেকে বৃষ্টি যেন থামছেই না। সোমবারের ব্যস্ত সকালে যেভাবে দফায় দফায় বৃষ্টি হয়েছে, তাতে বাড়ি থেকে বেরনোই মুস্কিল হয়ে গিয়েছিল অনেকের। রাস্তায় জল-কাদা পেরিয়ে, বৃষ্টি মাথায় নিয়ে, শহরের রাস্তার জ্যাম ঠেলে অফিস-কাছারি যেতে হয়েছে নিত্যযাত্রীদের। এই অবস্থা থেকে এখনই রেহাই নেই। প্লাবিত বাংলায় গভীর নিম্নচাপের চোখরাঙানি আবারও।
আরও পড়ুনঃ ফিরছেন শুভাংশু, অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসী
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের উপরেই গভীর নিম্নচাপ ঘনীভূত হয়েছে। কলকাতা থেকে ৯০ কিলোমিটার দক্ষিণে সেই নিম্নচাপ অবস্থান করছে। অন্যদিকে, বর্ধমান থেকে ৫০ কিলোমিটার পূর্বে নিম্নচাপের অবস্থান রয়েছে। ফলে রাজ্যের একাধিক জায়গায় আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।
আরও পরুনঃ ডিজিটাল সংসদ! লোকসভার কার্যক্রমে গতি আনতে AI প্রযুক্তি
প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে। বন্যা পরিস্থিতিও আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। গত কয়েকদিনে মেদিনীপুর সহ রাজ্যের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও কোথাও রাস্তার উপর জমেছে জল, হু হু করে বেড়েছে নদীর জলস্তর। এবার আরও ভারী বৃষ্টি হলে পরিস্থিতি কোন দিকে যাবে, তা চিন্তায় ফেলেছে আবহাওয়াবিদদের।
এদিকে, বিপদ আরও বাড়তে পারে ঝাড়খণ্ডের জলে। বুধবার পর্যন্ত ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে, তার বড়সড় প্রভাব পড়তে পারে বাংলাতেও।