Tuesday, 14 October, 2025
14 October
HomeকলকাতাNarendra Modi: হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় শোক মোদির, ঘোষণা করলেন ক্ষতিপূরণ

Narendra Modi: হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় শোক মোদির, ঘোষণা করলেন ক্ষতিপূরণ

প্রধানমন্ত্রীর তরফে ক্ষতিপূরণও ঘোষণা করা হয়েছে। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও জখমদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বড়বাজারের মেছুয়া ফলপট্টিতে আগুন লেগে অন্তত ১৪ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । একই সঙ্গে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। যারা জখম হয়েছেন তাদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন প্রধানমন্ত্রী।  পাশাপাশি প্রধানমন্ত্রীর তরফে ক্ষতিপূরণও ঘোষণা করা হয়েছে। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও জখমদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন তিনি।

আরও পড়ুন: টান মধ্যবিত্তর পকেটে; আজ বুধবার থেকে মাদার ডেয়ারি দুধের দাম বাড়ল

মঙ্গলবার সন্ধ্যে নাগাদ বড়বাজারের মেছুয়া বাজার সংলগ্ন ফলপট্টিতে আগুন লাগে। ওই সময় হোটেলে ৮৮ জন আবাসিক ছিলেন প্রায় ৮ ঘন্টা লেগে যায় আগুন নিয়ন্ত্রণে আনতে। হোটেল থেকে প্রাণ বাঁচাতে ঝাঁপ দেন ২ আবাসিক। তার মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। আগুন নেভার পর একের পর একজনের মৃতদেহ উদ্ধার হতে থাকে।

আরও পড়ুন: মালিক পলাতক; অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু দুই শিশু-সহ ১৪ জনের, চলছে উদ্ধারকাজ, সিট গঠন পুলিশের

জানা গেছে মোট ১৩ জনের দেহ হোটেল থেকে বের করা হয়। সব মিলিয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের।মৃতদের মধ্যে ভিনরাজ্যের একাধিক বাসিন্দা রয়েছেন।

এই মুহূর্তে

আরও পড়ুন