Thursday, 1 May, 2025
1 May, 2025
Homeউত্তরবঙ্গCochbihar News: আন্তর্জাতিক সাহিত্যে কোচবিহারের মেয়ে প্রিয়াঙ্কা

Cochbihar News: আন্তর্জাতিক সাহিত্যে কোচবিহারের মেয়ে প্রিয়াঙ্কা

‘আলিয়া মুন্ডি’ ইউ-টিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

কোচবিহার: এবছর ডিসেম্বরের ২০ তারিখ অফিসিয়াল ভাবে ওয়েবসাইটে প্রকাশ করা হয় ‘পোয়েট্রি এক্সপো ২০২৫ (Poetry Expo 2025)’ এ অংশগ্রহণকারী কবি ও দেশের নাম‌। ‘পোয়েট্রি এক্সপো ২০২৫’ এ ভারত থেকে অংশগ্রহণ করেন কোচবিহার পুন্ডিবাড়ীর মেয়ে প্রিয়াংকা নিয়োগী। তার ‘I M Your LoveBird’ কবিতাটি ‘পোয়েট্রি এক্সপো’ (‘Poetry Expo’) তে জায়গা করে নিয়েছে। আর এই কবিতাটির ভাবসম্প্রসারণ করেছেন এনা সাতিজা। যিনি সার্বিয়ান কবি ও এডিটর।

এনা সাতিজা সার্বিয়া ও দুবাইয়ের কালচারাল এসোসিয়েশনের এম্বাসেডর। এই ‘পোয়েট্রি এক্সপো’ তে ‘I M Your LoveBird’ কবিতাটির আবৃত্তি ইউরোপের ‘আলিয়া মুন্ডি’ সংগঠন থেকে ‘আলিয়া মুন্ডি’ ইউ-টিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

ভার্সোপোলিসের এই ‘পোয়েট্রি এক্সপো ২০২৫’ যেটির প্রধান সংগঠক স্লোভেনিয়া (ইউরোপ)। উৎসবটি ‘ক্রিয়েটিভ ইউরোপ’ নামে বিখ্যাত এবং সাংস্কৃতিক অ্যাসোসিয়েশন এবং আলিয়া মুন্ডি সার্বিয়া-ইউ.এ.ই দ্বারা পরিচালিত।

এছাড়াও টুকু ম্যান আর্জেন্টিনার লাজ ভেস টু ইসক্রিটস সাহিত্য গোষ্ঠী থেকে সাহিত্যের জন্য ‘ডিপ্লোমা ডি অনার ২০২৪’ (‘Diploma De Honour 2024’) দেওয়া হয় ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে।

এছাড়াও তিনি পেরুর ইন্টারন্যাশনাল কনফেডারেশনাল ডেল লেব্রর (International Confederational Del Libro) প্রথম ভারতীয় কালচারাল এম্বাসেডর। তিনি ভারতের প্রথম কন্যা, যিনি পেরুর ভার্চুয়াল বুক ফেয়ার অফ ইন্টারন্যাশানাল কনফেডারেশনাল ডেল লিব্র (Virtual Book Fair of International Confederational Del Libro) এ দেশের নাম উজ্জ্বল করেন।

এই মুহূর্তে

আরও পড়ুন