Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeউত্তরবঙ্গSiliguri: সন্ত্রাসবাদী হামলা নিয়ে প্রতিবাদ হিন্দু জাগরণ মঞ্চের ও সাধারণ মানুষের

Siliguri: সন্ত্রাসবাদী হামলা নিয়ে প্রতিবাদ হিন্দু জাগরণ মঞ্চের ও সাধারণ মানুষের

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলা নিয়ে আজকেও প্রতিবাদ  হিন্দু জাগরণ মঞ্চের। আজ সকালে শিলিগুড়ির ভেনাস মোড়ে হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এদিন তীব্র ভাষায় প্রতিবাদ করে হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়া হয়। পাকিস্তান যেন মনে রাখে ভারতের অনেক পরিবর্তন হয়েছে, ভারত অনেক শক্তিশালী।

আরও পড়ুন: পাঁচ দফার প্রত্যাঘাতই শেষ নয়! বন্ধ হল পাক সরকারের এক্স অ্যাকাউন্ট

ভারত বিশ্বকে দেখিয়ে দিতে জানে ভারত কতখানি শক্তিশালী। এই জঘন্যতম অপরাধের সাথে  যে বা যারা জড়িত তারা কেউ রেহাই পাবে না। তাদের পাকিস্তানে  ঢুকে  গুলি করে মারা হবে। নিরাপরাধ লোকেদের মেরে ফেলে যেভাবে সন্ত্রাসবাদকে  মাথা ছাড়া দিয়ে ওঠাচ্ছে  পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী দল  নিন্দা করার ভাষা নেই। এই ঘটনা আমাদের আছে লজ্জার বিষয় হয়ে থাকলো। আমরা তীব্র প্রতিবাদ করে যাব যতদিন না পর্যন্ত  আসল অপরাধীরা ধরা পড়বে। তারা যদি ভেবে থাকে তারা জিতে গেছে, একেবারেই ভুল কথা। ভারত প্রতিশোধ দেবে , এবং ভয়ংকরভাবে প্রতিশোধ নেবে। এই দিন হিন্দু মহা মঞ্চের  তরফ থেকে  ভেনাস মোড়ে  বসে বিক্ষোভ জানানো হয়।

আরও পড়ুন: মানিকতলার হাডকো ফুটব্রিজে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

শিলিগুড়ি শহর জুড়ে প্রতিবাদ। বাদ গেলেন না সাধারণ মানুষ। শিল্পী চৌধুরী  শিলিগুড়ির বাসিন্দা  জানালেন আমাদের তো পথে নামতেই হবে। কারণ আমরাও তো যাই , কাশ্মীরে আনন্দ করতে , কাশ্মীরকে উপভোগ করতে। আজকে যারা চলে গেলেন তারা তো আমাদেরই মতো সাধারণ মানুষ। তাদেরও পরিবার আছে আত্মীয়-স্বজন আছে, দায়িত্ব কর্তব্য আছে। আজকে কোন অপরাধ না করে  নির্বিচারে তাদের যেভাবে মেরে ফেলা হলো দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা ছাড়া আর কি বা বলা যাবে। আমরা তো আর কিছু করতে পারবো না, অসহায় আমরা  পথে নেমে প্রতিবাদ করতে পারব। সত্যি সত্যি এর একটা বিহিত হওয়া উচিত। এইভাবে অত্যাচার করলে কে সহ্য   করবে কারা সহ্য করবে। কারণ যারা চলে গেলেন তারা তো পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন, হাতে তো বন্দুক বোমা নিয়ে যাননি। তাহলে লড়াই করবে কি করে, কিভাবে নিজের পরিবারকে বাঁচাবে? আজকে আমাদের প্রতিবাদ সারা ভারতজুড়ে। আমরা চাই অত্যাচারী অপরাধীরা শাস্তি পাক। সন্ত্রাসবাদ বন্ধ হয়ে যাক, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এদিন শিলিগুড়ির ভেনাসমোর হাসমির চক এবং হিল কার্ড রোডে বিশাল সমাবেশ করে  রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ। সবার মুখে একই কথা, এই অত্যাচার বন্ধ হোক।

এই মুহূর্তে

আরও পড়ুন