‘নো কিংস’ (কোনও রাজা নেই)। এই স্লোগান নিয়েই আমেরিকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পথে নেমেছে লক্ষ লক্ষ মানুষ। শনিবার গোটা দেশজুড়ে বিভিন্ন ট্রাম্প এবং প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল দেখা গিয়েছে। অবশেষে এই প্রতিবাদ নিয়ে প্রথম প্রতিক্রিয়া জানালেন খোদ প্রেসিডেন্ট।
আরও পড়ুনঃ বাম সরকারের কৃতিত্ব! প্রথম রাজ্য হতে চলেছে কেরল, চরম দারিদ্রসীমার নীচে এক জনও নেই
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে নিজের বেশ কয়েকটি এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) দ্বারা নির্মিত ভিডিও পোস্ট করলেন ট্রাম্প। ভিডিওগুলিতে তাঁকে রাজা সেজে দেখা গিয়েছে। সঙ্গে পেছনে গান বাজছে শিল্পী কেনি লগিংসের ‘ডেঞ্জার জোন’। একটি ক্লিপে দেখা যাচ্ছে রাজার মুকুট পরে ফাইটার জেট ওড়াচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সেই জেট প্রতিবাদকারীদের উপর মল ফেলছে।
ইনস্টাগ্রামে, টিমট্রাম্প “নো কিংস” প্রতিবাদকে ট্রোল করেছে আরেকটি এআই-জেনারেটেড ভিডিও শেয়ার করে যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজা হিসেবে পোশাক পরা অবস্থায় হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে, আন্দ্রেয়া বোচেলির সঙ্গীতের সঙ্গে।
প্রসঙ্গত, শনিবার “নো কিংস” প্রতিবাদের সময় ৫০টি যুক্তরাষ্ট্রের রাজ্যে বিশাল জনতা রাস্তায় নেমে আসে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। রিপাবলিকানরা এই বিক্ষোভকে ‘হেট আমেরিকা’ সমাবেশ হিসেবে উপহাস করেছে।
আরও পড়ুনঃ দোলাচলে আফগানিস্তান! পাকিস্তানকে ফের বিশ্বাস; সংঘর্ষ বিরতিতে রাজি আফগানিস্তান, ঠকবে না তো?
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ৫০টি রাজ্য জুড়ে ২,৫০০ টিরও বেশি প্রতিবাদ সংগঠিত করা হয়েছিল, যা ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, আটলান্টা এবং শিকাগোর মতো বড় শহরগুলি থেকে ছোট শহরগুলিতে প্রচুর জনতাকে আকৃষ্ট করেছিল।
আয়োজকরা দাবি করেছেন যে নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত সারা দেশে সাত মিলিয়ন মানুষ অংশগ্রহণ করেছে, ছোট শহরগুলোতেও প্রতিবাদ দেখা গিয়েছে এবং ট্রাম্পের ফ্লোরিডার মার-এ-লাগো বাসভবনের কাছেও।





