Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeরাজ্যSSC Scam: জেলায় জেলায় চাকরিহারাদের বিক্ষোভ, কলকাতায় কসবার ডিআই অফিসে তালা ভেঙে...

SSC Scam: জেলায় জেলায় চাকরিহারাদের বিক্ষোভ, কলকাতায় কসবার ডিআই অফিসে তালা ভেঙে ঢুকে পড়লেন বিক্ষোভকারীরা

বেলা গড়াতে দেখা গেল ওই তালা ভেঙে ডিআই অফিসের ভেতরে ঢুকে পড়েন চাকরিহারারা।

কলকাতা, শিলিগুড়ি, কাঁথি, বালুরঘাট, মেদিনীপুর; নিজস্ব প্রতিনিধি:

সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা তাঁরা। যদিও সরকারের তরফে এখনও বরখাস্তের চিঠি পাননি তাঁরা হাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘যোগ্য’দের পাশে তিনি থাকবেন। কিন্তু তার পরও চাকরিহারাদের বিক্ষোভে উত্তাল গোটা রাজ্য। মঙ্গলবারের পর বুধবারও বিক্ষোভের আগুনে পুড়ছে বাংলার বিভিন্ন জেলা। বুধবার সকালে চাকরিহারাদের একাংশ জড়ো হন কসবার ডিআই অফিসের সামনে। তবে তাঁরা যাতে ভেতরে প্রবেশ করতে না পারেন, সেই জন্য আগে থেকেই ব্যবস্থা নিয়েছিল পুলিশ। ব্যারিকেডের পাশাপাশি ডিআই অফিসের গেটে তালা লাগানো ছিল। কিন্তু বেলা গড়াতে দেখা গেল ওই তালা ভেঙে ডিআই অফিসের ভেতরে ঢুকে পড়েন চাকরিহারারা।

ডিআই-কে ঢুকতে বাধা চাকরিহারাদের। চাকরিহারাদের ক্ষোভ জেলায় জেলায়। কোথাও ডিআই অফিসে বিক্ষোভ, কোথাও ডিআই-কে ঢুকতে বাধা, কোথাও কমিশনের শবদেহ ঘাড়ে করে নিয়ে প্রতীকী বিক্ষোভ, কোথাও আবার কোলের সন্তানকে নিয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ।

আরও পড়ুন: ‘স্বেচ্ছাশ্রমে’ নারাজ; মমতার পরামর্শ মানলেন না চাকরিহারা শিক্ষকশিক্ষিকারা

মেদিনীপুর ডিআই অফিসে তুলকালামকাণ্ড। মঙ্গলবারও দেখা গিয়েছিল, ডিআই অফিসে তালা ঝুলিয়ে দিয়েছিলেন শিক্ষক-শিক্ষাকর্মীরা। চাকরিহারাদের বিক্ষোভে আজও উত্তাল পরিস্থিতি। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, ডিআই-সহ এক জন কর্মীকে ভিতরে ঢুকতে দেওয়া হয়।

এদিকে, একই ছবি দেখা যায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও। বালুরঘাটেও ডিআই-কে অফিসে ঢুকতে বাধা দেন চাকরিহারারা। চাকরিহারাদের অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মিছিল করে ডিআই অফিসের দিকে এগোতে থাকেন চাকরিহারারা। পুলিশ মিছিল আটকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়।

ডিআই-এর উদ্দেশে এক চাকরিহারা বলেন, “দুবছর আগে আমরা পিপিই মডেল চেয়েছিলাম। যেখানে দেখেছিলাম, শিক্ষাকে বেসরকারিকরণের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।” আরেক চাকরিহারা বলেন, “আপনার কোনও দোষ নেই, কিন্তু ১৫ বছর পর আবার আপনাকে বলা হল পরীক্ষা দিতে, বুকে হাতে দিয়ে বলুন তো আপনারা পারবেন?”

আরও পড়ুন: চাকরির পর সন্দেশে কেলেঙ্কারি! কীর্তির মাখা সন্দেশ ঘেঁটে দিলেন কল্যাণ 

মেদিনীপুরে আবার এসএসসি কমিশনের ‘শবদেহ’ কাঁধে  করে নিয়ে প্রতীকী বিক্ষোভ দেখান চাকরিহারারা। এক চাকরিহারা বলেন, “আসলে কমিশন তো একটা শবদেহে পরিণত হয়েছে। কমিশনের তো কোনও ভূমিকা নেই। তাই তার শবদেহ বয়ে নিয়ে যাচ্ছি আমরা।”

একই ছবি পূর্ব মেদিনীপুরেও। বুধবার সকালে প্রায় তিনশো জন চাকরিহারা শিক্ষক শিক্ষা কর্মীরা মানিকতলার ডিআই অফিসে গিয়ে চাবি লাগিয়ে দেয়। তাঁদের দাবি যোগ্যদের তালিকা প্রকাশ করে  চাকরিতে বহাল রাখতে হবে। বিক্ষোভের আঁচ মালদহেও।

শিলিগুড়িতে চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের ডিআই অফিস অভিযান, আজ শিলিগুড়ির কলেজ পাড়াতে  চাকরি যারা হারিয়েছেন  সেই সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা ডি আই অফিসে এসে  বিক্ষোভ দেখাতে শুরু করেন। তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ বাধা দিতে আসলে তাদেরকেও বিক্ষোভের সম্মুখীন হতে হয়। শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ  রাজ্য সরকারের এই সিদ্ধান্ত আমাদের সবাইকে একেবারে অথৈ জলে ফেলে দিয়েছে, পরিবার নিয়ে পরিজন নিয়ে আমরা কোথায় যাব , কি করবো  বুঝেই উঠতে পারছি না। আমরা তো যোগ্য  আমরা পড়াশোনা করে আমরা আমাদের যোগ্যতা দিয়ে এই চাকরি পেয়েছি। এই চাকরির উপর নির্ভর করে  আমরা সংসার চালাচ্ছি, এইভাবে হঠাৎ করে বিনা মেঘে  বজ্রপাতের মত  চাকরি চলে গেলে আমরা কোথায় যাব কি করব ? ভেবেই উঠতে পারছি না। আমাদের আমাদের  চাকরি ফিরিয়ে দিতেই হবে, এবং সসম্মানে। আমরা তো কোন অবৈধভাবে চাকরি পায়নি , তবে কেন আমাদের এই ধরনের শাস্তি পেতে হচ্ছে? মুখ্যমন্ত্রীকে জবাব দিতেই হবে , এদিন অনেকেই  দুঃখে এবং হতাশায়  কাদতে শুরু করে দেন। তুমুল বিক্ষোভের মাঝখানে পড়ে যায় দিয়াই আধিকারিকেরা। বোঝানোর চেষ্টা করল বুঝতে চাননি কেউই।

এই মুহূর্তে

আরও পড়ুন