Sunday, 6 July, 2025
6 July, 2025
Homeআন্তর্জাতিক নিউজBangladesh: ভারী বুটের ‘গর্জন’, লাঠিসোঁটা-বন্দুক নিয়ে ঢাকা প্রেস ক্লাব ঘিরে ফেলল সেনা

Bangladesh: ভারী বুটের ‘গর্জন’, লাঠিসোঁটা-বন্দুক নিয়ে ঢাকা প্রেস ক্লাব ঘিরে ফেলল সেনা

পরিস্থিতি সামাল দিতে ছুটে যায় বাংলাদেশি সেনা। ঘিরে ফেলে গোটা এলাকা ও প্রেস ক্লাব চত্বর। চলে ধস্তাধস্তি। আহত হন বিক্ষোভকারীরা। আহত হন বহু সাংবাদিকও।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সকাল থেকেই দফায় দফায় চলেছে বৈঠক। এসেছিলেন সেনাকর্তারা। কিন্তু সুরাহা মেলেনি। অতঃপর ফের বিক্ষোভের পথে বাংলাদেশের চাকরিহারা সেনা ও আধাসেনা জওয়ানরা। যা ঘিরে চরম উত্তেজনা ঢাকায়।

রবিবার ঢাকার জাতীয় প্রেস ক্লাব এলাকায় জড়ো হয়েছিলেন চাকরিহারা বাংলাদেশি সেনা, নৌসেনা ও আধাসেনা জওয়ানরা। গলা উঁচিয়ে নিজেদের চাকরি ফেরতের দাবি জানাচ্ছিলেন তারা। যখন এক দিকে এলাকার মূল মোড়ে জড়ো হয়েছেন চাকরিহারা জওয়ানরা। সেই সময় তার ঠিক পাশেই পরিস্থিতি সামাল দিতে বন্দুক হাতে দাঁড়িয়ে বর্তমান কর্মরত জওয়ানরা।

আরও পড়ুন: সংঘর্ষের সময়েও পাক চরদের সঙ্গে যোগাযোগ! জ্যোতির ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ভাবাচ্ছে তদন্তকারীদের

কেন প্রেস ক্লাবে জড়ো হয় তাঁরা? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসিনার আমলে চলে যাওয়া চাকরি ফেরতের দাবিতে প্রেস ক্লাবে আয়োজন হয়েছিল বৈঠকের। সেখানে উপস্থিত ছিল বাংলাদেশ সেনার উর্ধতন কর্তারাও। তাদের কাছেই পুনরায় চাকরিতে ফিরিয়ে নেওয়ার দাবিতে হাজির হয়েছিলেন ওই চাকরিহারারা। সূত্রের খবর, তীরে এসেই তরী ডোবে। তর্ক হয়, বিতর্ক হয়,আলোচনাও হয়। কিন্তু আসে না সুরাহা।

আরও পড়ুন: বাংলাদেশের নতুন ম্যাপ! ইতিহাস না জেনে ভূগোল বানাচ্ছে বাংলাদেশ

আর সেই সুরাহা না বের করেই বৈঠক থেকে উঠে সেনা কর্তারা। গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন তারা। তখনই চড়ে পারদ। সেনা বাহিনীর গাড়ির সামনে শুয়ে পরে আন্দোলনরত চাকরিহারারা। পরিস্থিতি সামাল দিতে ছুটে যায় বাংলাদেশি সেনা। ঘিরে ফেলে গোটা এলাকা ও প্রেস ক্লাব চত্বর। চলে ধস্তাধস্তি। আহত হন বিক্ষোভকারীরা। আহত হন বহু সাংবাদিকও।

এই মুহূর্তে

আরও পড়ুন